২৭৯. বিতরের কুনুতের দোয়া #২
رَبِّ أَعِنِّيْ وَلَا تُعِنْ عَلَيَّ وَانْصُرْنِيْ وَلَا تَنْصُرْ عَلَيَّ وَامْكُرْ لِي وَلَا تَمْكُرْ عَلَيَّ وَاهْدِنِيْ وَيَسِّرِ الْهُدَى لِي (إِلَيَّ) وَانْصُرْنِيْ عَلَى مَنْ بَغَى عَلَيَّ رَبِّ اجْعَلْنِيْ لَكَ شَكَّارًا لَكَ ذَكَّارًا لَكَ رَهَّابًا لَكَ مِطْوَاعًا لَكَ مُخْبِتًا إِلَيْكَ أَوَّاهًا مُنِيْبًا رَبِّ تَقَبَّلْ تَوْبَتِيْ وَاغْسِلْ حَوْبَتِي وَأَجِبْ دَعْوَتِيْ وَثَبِّتْ حُجَّتِيْ وَسَدِّدْ لِسَانِيْ وَاهْدِ قَلْبِيْ وَاسْلُلْ سَخِيْمَةَ صَدْرِيْ
রাব্বি আ‘ইন্নি ওয়ালা তু‘ইন আলাইয়্যা ওয়ান্-স্বুর্নী ওয়ালা তান্স্বুর আলাইয়্যা ওয়াম্কুর লি ওয়ালা তাম্কুর আলাইয়্যা ওয়াহ্দিনী ওয়া-ইয়াস্ ‘সিরিল হুদা লি (ইলাইয়্যা) ওয়ান্-স্বুরনী ‘আলা মান- বাগা ‘আলাইয়্যা রব্বিজ্ ‘আলনী লাকা শাক্বারান লাকা যাক্বারান লাকা রাহ্‘হাবান লাকা মিত্বওয়া-‘আন লাকা মুখ্বিতান ইলাইকা আওয়া-‘হান মুনিবান। রব্বি তাক্বাব্বাল তাওবাতি ওয়াগ্সিল ‘হাওবাতি ওয়াআজিব দা‘ওয়াতি ওয়া ‘ছাব্বিত হুজ্জাতি ওয়া ‘সাদ্দিদ লিসা-নী ওয়াহ্দী ক্বলবী ওয়াস্‘লুল সাখি‘মাতা স্বাদরি
হে আমার প্রতিপালক, আপনি আমাকে শক্তি-সহায়তা প্রদান করুন, আর আমার বিরুদ্ধে সহায়তা প্রদান করবেন না। এবং আপনি আমাকে সাহায্য করুন, আর আমার বিরুদ্ধে সাহায্য করবেন না। এবং আপনি আমার জন্য কৌশল করুন, আর আমার বিরুদ্ধে কৌশল করবেন না। এবং আপনি আমাকে হেদায়াত করুন এবং আমার জন্য হেদায়াত সহজ করুন। আপনি আমাকে সাহায্য করুন যে আমার উপর অত্যাচার করেছে তার বিরুদ্ধে। হে আমার প্রতিপালক, আপনি আমাকে বানিয়ে দিন আপনার জন্য অধিক কৃতজ্ঞতা প্রকাশকারী, আপনার অধিক যিক্রকারী, আপনার প্রতি অধিক ভীতিসম্পন্ন, আপনার অধিক আনুগত্যকারী, আপনার প্রতি বিনয়ী এবং আপনার দিকে বেশি বেশি তাওবা কারী। হে আমার প্রতিপালক, আপনি কবুল করুন আমার তাওবা, ধুয়ে দিন আমার পাপ, কবুল করুন আমার দোয়া, প্রতিষ্ঠিত করুন আমার প্রমাণ, পবিত্র-সুসংরক্ষিত করুন আমার জিহ্বা, সুপথে পরিচালিত করুন আমার অন্তর, বের করে দিন আমার অন্তরের সব হিংসা, বিদ্বেষ ও সংকীর্ণতা।
ইবনু আব্বাস (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) এ দোয়া করতেন। হাদীসটির একজন বর্ণনাকারী আবুল হাসান তানাফিসী (রহ) বলেন, আমি হাদীসের রাবী ইমাম ওয়াকী ইবনুল জাররাহকে (রহ) [১৯৬ হি.] জিজ্ঞাসা করলাম, আমি কি বিতর-এর কুনুতে এ দোয়াটি বলব? তিনি বললেন: হ্যাঁ।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
বিতরের কুনুতের দোয়া #১
তাহাজ্জুদ সালাতের পূর্বে তেলাওয়াত ও তাসবীহ
তাহাজ্জুদ সালাতের জন্য ঘুম থেকে উঠে পড়ার দোয়া
তাহাজ্জুদ সালাত শুরুর দোয়া #২
তাহাজ্জুদ সালাত শুরুর দোয়া #১
ইস্তিখারার দোয়া
বিতরের সালাতের পরের যিক্র #১
বিতরের সালাতের পরের যিক্র #২
তাওবা'র সালাত
ঘুম ভাঙার পরে সলাত শুরুর আগের যিকর
বিতরের কুনুতের দোয়া #৩
সূরা আল-আ'লা, সূরা আল-কাফিরূন ও সূরা আল-ইখলাস