২৭৫. বিতরের সালাতের পরের যিক্‌র #২

Daily DuasProtectionIslamic PrayerCategory 14

আল্লাহ্‌র রাসূল (ﷺ) বিতরের শেষের দিকে বলতেন -

বিতরের সালাতের পরের যিক্‌র #২ আরবি

اَللَّهُمَّ إِنِّي أَعُوْذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُــوذُ بِكَ مِنْكَ، لَا أُحْصِيْ ثَنَاءً عَلَيْكَ، أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ

বিতরের সালাতের পরের যিক্‌র #২ উচ্চারণ

আল্লা-হুম্মা ইন্নী আঊযু বিরিদ্বা-কা মিন সাখাত্বিক, ওয়া বিমু‘আ-ফা-তিকা মিন ‘উক্বুবাতিক, ওয়া আঊযু বিকা মিনকা, লা উহ্‌সী ছানা-আন ‘আলাইকা, আনতা কামা- আছনাইতা ‘আলা নাফসিক

বিতরের সালাতের পরের যিক্‌র #২ অনুবাদ

হে আল্লাহ্‌! আমি আশ্রয় চাই তোমার অসন্তুষ্টি থেকে সন্তুষ্টির কাছে, তোমার শাস্তি থেকে তোমার ক্ষমার কাছে। তোমার (পাকড়াও) থেকে তোমার (দয়ার) কাছে। আমি তোমার প্রশংসা বর্ণনা করে শেষ করতে পারব না; তুমি প্রশংসিত, যেভাবে তুমি নিজের প্রশংসা করেছ।

আলী (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বিতরের শেষে কথাগুলো বলতেন। এখানে বিতরের শেষ বলতে সালামের আগে না সালামের পরে তা স্পষ্ট করে বলা হয় নি। এজন্য মুমিন এ দোয়াটি সালাতুল বিতরের শেষে সালামের আগে অথবা সালামের পরে পাঠ করতে পারেন।"

রেফারেন্সসহিহ। আবু দাউদঃ ১৪২৭

সেটিংস

বর্তমান ভাষা