১৭১. ওযূর পরের যিক্র #২
اَللَّهُمَّ اجْعَلْنِيْ مِنَ التَّوَّابِيْنَ وَاجْعَلْنِي مِنَ الْمُتَطَهِّرِيْنَ
আল্লা-হুম্মাজ ‘আলনী মিনাত তাওয়্যা-বীনা ওয়াজ্ ‘আলনী মিনাল মুত্বাতাহ্ হিরীন
অনুবাদ
হে আল্লাহ্ আপনি আমাকে তাওবাকারীগণের অন্তর্ভুক্ত করুন এবং যারা গুরুত্ব ও পূর্ণতা সহকারে পবিত্রতা অর্জন করেন আমাকে তাদের অন্তর্ভুক্ত করুন।
দোয়াটি পূর্ববর্তী জিকিরের পরে পড়ার কথা সহীহ হাদীসে বর্ণিত হয়েছে। যে এদোয়া দুটি পড়বে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে যাবে; যে-দরজা দিয়ে ইচ্ছা, সে (জান্নাতে) প্রবেশ করবে।
রেফারেন্সসহীহ। তিরমিজিঃ ৫৫