১৭. সকল কাজে উত্তম পরিণতি এবং সুরক্ষা
বুসর ইবনু আরতাআ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে এভাবে দোয়া পড়তে শুনেছি -
اَللَّهُمَّ أَحْسِنْ عَاقِبَتَنَا فِي الْأُمُورِ كُلِّهَا وَأَجِرْنَا مِنْ خِزْيِ الدُّنْيَا وَعَذَابِ الْآَخِرَةِ
সকল কাজে উত্তম পরিণতি এবং সুরক্ষা উচ্চারণ
আল্লা-হুম্মা আহ্সিন 'আ-ক্বিবাতানা- ফিল- উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিযইদ্ব দুনইয়া ওয়া আযা-বিল আখিরাহ
সকল কাজে উত্তম পরিণতি এবং সুরক্ষা অনুবাদ
হে আল্লাহ্! আমাদের সকল কাজে উত্তম পরিণতি দাও, এবং দুনিয়ার অপমান এবং পরকালের শাস্তি থেকে আমাদের সুরক্ষা দাও।
রেফারেন্সসহিহ (সুয়ুত্বী)। জামে'উস সগীরঃ ১৪৫০
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতিআল্লাহ্র কাছে দুনিয়া-আখিরাতের কল্যান ও প্রশান্তি চাওয়া #১আল্লাহ্র কাছে দুনিয়া-আখিরাতের কল্যান ও প্রশান্তি চাওয়া #২মন্দ পরিণতি ও শত্রুর উল্লাস থেকে আশ্রয়বান্দা তার রবের মুখাপেক্ষী #২দ্বীনের উপর অটল থাকার দোয়াদাসমুক্তির সওয়াবদুনিয়া ও আখিরাতে ক্ষমা ও কল্যাণ চাওয়াহিদায়াত বা পথ-নির্দেশনা #৪গুনাহ মাফ চাওয়া #২হিদায়াত বা পথ-নির্দেশনা #৫হিদায়াত বা পথ-নির্দেশনা #১