১৪. দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও কল্যাণ চাওয়া
আব্বাস ইবনু আবদিল মুত্তালিব (রাঃ) বলেন, ‘আমি বললাম, “হে আল্লাহ্র রাসূল (ﷺ) আমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিন, যা আমি আল্লাহ্র কাছে চাইব।” নবী (ﷺ) বলেন, “আল্লাহ্র কাছে কল্যাণ চান।” কিছুদিন পর আমি এসে বলি, “হে আল্লাহ্র রাসূল (ﷺ) আমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিন, যা আমি আল্লাহ্র কাছে চাইব।” নবী (ﷺ) বলেন, “আল্লাহ্র রাসূলের চাচা আব্বাস! আল্লাহ্র কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান।” [১] আবু বকর সিদ্দীক (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) মিম্বারের উপর (বসে) বলেন, “তোমরা আল্লাহ্র কাছে ক্ষমা ও সুস্থতা চাও, কারণ ইয়াকীনের পর কোনও ব্যক্তিকে সুস্থতার চেয়ে উত্তম কিছু দেওয়া হয়নি।” [২]
রেফারেন্স[১] সহীহ। তিরমিযীঃ ৩৫১৪
[২] বুখারী, আল-আদাবুল মুফরাদ, ৭২৪
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
দ্বীনের উপর অবিচলতা ও সকল কাজে উত্তম পরিণতিবান্দা তার রবের মুখাপেক্ষী #১হিদায়াত বা পথ-নির্দেশনা #৪গুনাহ মাফ চাওয়া #২মন্দ পরিণতি ও শত্রুর উল্লাস থেকে আশ্রয়হিদায়াত বা পথ-নির্দেশনা #২দ্বীনের উপর অটল থাকার দোয়াগুনাহ মাফ চাওয়া #১বান্দা তার রবের মুখাপেক্ষী #২দাসমুক্তির সওয়াবসকল কাজে উত্তম পরিণতি এবং সুরক্ষাহিদায়াত বা পথ-নির্দেশনা #৬