১৪. দুনিয়া ও আখিরাতে ক্ষমা ও কল্যাণ চাওয়া

Daily DuasProtectionIslamic PrayerCategory 1

আব্বাস ইবনু আবদিল মুত্তালিব (রাঃ) বলেন, ‘আমি বললাম, “হে আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিন, যা আমি আল্লাহ্‌র কাছে চাইব।” নবী (ﷺ) বলেন, “আল্লাহ্‌র কাছে কল্যাণ চান।” কিছুদিন পর আমি এসে বলি, “হে আল্লাহ্‌র রাসূল (ﷺ) আমাকে এমন একটি জিনিস শিখিয়ে দিন, যা আমি আল্লাহ্‌র কাছে চাইব।” নবী (ﷺ) বলেন, “আল্লাহ্‌র রাসূলের চাচা আব্বাস! আল্লাহ্‌র কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণ চান।” [১] আবু বকর সিদ্দীক (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) মিম্বারের উপর (বসে) বলেন, “তোমরা আল্লাহ্‌র কাছে ক্ষমা ও সুস্থতা চাও, কারণ ইয়াকীনের পর কোনও ব্যক্তিকে সুস্থতার চেয়ে উত্তম কিছু দেওয়া হয়নি।” [২]

রেফারেন্স[১] সহীহ। তিরমিযীঃ ৩৫১৪ [২] বুখারী, আল-আদাবুল মুফরাদ, ৭২৪

সেটিংস

বর্তমান ভাষা