১২. গুনাহ মাফ চাওয়া #৩

أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَىُّ الْقَيُّوْمُ وَأَتُوبُ إِلَيْهِ

আসতাগফিরুল্লা-হাল 'আযীমাল্লাযী লা- ইলা-হা ইল্লা-হুআল ‘হাইউল ক্বাইউমু ওয়া আতূবু ইলাইহি

অনুবাদ

আমি মহান আল্লাহ্‌র কাছে ক্ষমা চাই, যিনি ছাড়া অন্য কোনও হক্ব ইলাহ নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী; আর আমি তাঁরই দিকে ফিরে আসছি।

নবী (ﷺ) বলেছেন, "যে লোক বলে, “মহান আল্লাহ্‌ তা'আলার নিকট আমি ক্ষমা চাই যিনি ছাড়া কোন মাবূদ নেই, যিনি চিরজীবি, চিরস্থায়ী এবং আমি তাঁর কাছে তাওবাহ করি”, তাকে ক্ষমা করে দেয়া হয়, যদিও সে রণক্ষেত্র হতে পলায়ন করে থাকে।"

রেফারেন্সসহীহ। তিরমিযিঃ ৩৫৭৭

সেটিংস

বর্তমান ভাষা