১৫৭. বাড়ি প্রবেশের যিক্র #১
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَ الْمَوْلِجِ وَخَيْرَ الْمَخْرَجِ بِسْمِ اللَّهِ وَلَجْنَا وَبِسْمِ اللَّهِ خَرَجْنَا وَعَلَى اللَّهِ رَبِّنَا تَوَكَّلْنَا
আল্লা-হুম্মা, ইন্নী- আস্আলুকা খাইরাল মাউলিজি ওয়া খাইরাল মাখ্রাজি, বিসমিল্লা-হি ওয়ালাজনা- ওয়া বিসমিল্লা-হি খারাজনা- ওয়া ‘আলাল্লাহি রাব্বিনা- তাওয়াক্কালনা-
হে আল্লাহ্, আমি আপনার কাছে প্রার্থনা করছি উত্তম প্রবেশস্থল ও উত্তম বহির্গমনস্থল। আল্লাহ্র নামে প্রবেশ করলাম এবং আল্লাহ্র নামে বাহির হলাম এবং আমাদের প্রভু আল্লাহ্র উপর নির্ভর করলাম।
রাসূলুল্লাহ্ (ﷺ) বাড়িতে প্রবেশের সময় আল্লাহ্র যিক্র করতে নির্দেশ দিয়েছেন এবং জানিয়েছেন যে, আল্লাহ্র যিক্র করে বাড়িতে প্রবেশ করলে শয়তান সে বাড়িতে অবস্থান করতে পারে না। বাড়ি প্রবেশের মাসনূন মূল যিক্র হচ্ছে “সালাম”। আবু মালিক আশআরীর (রাঃ) সূত্রে বর্ণিত, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন: তোমাদের কেউ যখন প্রবেশ করবে তখন যেন সে এ কথাগুলো বলে, এরপর তার স্ত্রী-পরিজনদেরকে সালাম দিবে।” হাদীসটির রাবীগণ সকলেই নির্ভরযোগ্য, কিন্তু হাদীসটি “মুরসাল হওয়ার সম্ভাবনা রয়েছে।