১৫৫. বাড়ি থেকে বের হওয়ার যিক্র #২
উম্মু সালামাহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বাড়ি থেকে বাহির হওয়ার সময় এ দোয়া পাঠ করতেন-
بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ اَللَّـهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ أَنْ نَزِلَّ أَوْ نَضِلَّ أَوْ نَظْلِمَ أَوْ نُظْلَمَ أَوْ نَجْهَلَ أَوْ يُجْهَلَ عَلَيْنَا
বিসমিল্লা-হি, তাওয়াক্কালতু ‘আলাল্লা-হি, আল্লা-হুম্মা, ইন্না- না’ঊযু বিকা মিন আন নাঝিল্লা, আও নাদ্বিল্লা, আও নাযলিমা আও নুযলামা, আও নাজহালা আউ ইউজহালা ‘আলাইনা
আল্লাহ্র নামে, আমি আল্লাহ্র উপর নির্ভর করছি। হে আল্লাহ্, আমরা আপনার আশ্রয় গ্রহণ করছি যে, আমরা পদস্খলিত হব বা বিভ্রান্ত হব, বা আমরা অত্যাচার করব বা অত্যাচারিত হব, বা আমরা কারো সাথে মূর্খতাসুলভ আচরণ করব বা কেউ আমাদের সাথে এরূপ মূর্খতাসুলভ আচরণ করবে।
রাতদিন যে কোনো সময় বাড়ি থেকে বের হতে মুমিনের উচিত এ যিকিরগুলোর অর্থের দিকে লক্ষ্য রেখে অন্তরকে আল্লাহ্র দিকে রুজু করে পাঠ করা।