১৫৬. বাড়ি থেকে বের হওয়ার সময়ের যিক্র #৩
উম্মু সালামাহ্ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) যখনই আমার ঘর হতে বের হতেন, তখন আকাশের দিকে মাথা উঠিয়ে বলতেন -
اَللَّـهُمَّ إِنِّي أَعُوْذُ بِكَ أَنْ أَضِلَّ، أَوْ أُضَلَّ، أَوْ أَزِلَّ، أَوْ أُزَلَّ، أَوْ أَظْلِمَ، أَوْ أُظْلَمَ، أَوْ أَجْهَلَ، أَوْ يُجْهَلَ عَلَيَّ
আল্লা-হুম্মা ইন্নী আ‘উযু বিকা আন আদ্বিল্লা, আও উদ্বাল্লা, আও আঝিল্লা, আও উঝাল্লা, আও আযলিমা, আও উযলামা, আও আজহালা, আও ইয়ুজহালা ‘আলাইয়্যা
অনুবাদ
হে আল্লাহ্! আমি আপনার নিকট আশ্রয় চাই যেন নিজেকে বা অন্যকে পথভ্রষ্ট না করি, অথবা অন্যের দ্বারা পথভ্রষ্ট না হই; আমার নিজের বা অন্যের পদস্খলন না করি, অথবা আমায় যেন পদস্খলন করানো না হয়; আমি যেন নিজের বা অন্যের উপর যুলম না করি অথবা আমার প্রতি যুলম না করা হয়; আমি যেন নিজে মুর্খতা না করি, অথবা আমার উপর মূর্খতা করা না হয়।
রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ৫০৯৪