১৫২. নতুন পোশাক পরিধানকারীর জন্য দোয়া #৩
اِلْبَسْ جَدِيدًا وَعِشْ حَمِيدًا وَمُتْ شَهِيدًا
ইলবাস জাদীদান, ওয়া ‘ইশ হামীদান, ওয়া মুত শাহীদান
অনুবাদ
তুমি নতুন পোশাক পরিধান করো, প্রশংসিত অবস্থায় বেঁচে থেকো, শহীদ হিসেবে মৃত্যুবরণ করো।
ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, ‘উমর (রাঃ)-এর গায়ে একটি সাদা জামা দেখে নবী (ﷺ) বলেন, “তোমার এ জামাটি কি নতুন, নাকি ধোয়ার ফলে এমন দেখাচ্ছে?" তিনি বলেন, “এটি বরং নতুন।” তখন নবী (ﷺ) বলেন -(দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) উমর (রাঃ) বলেন, “হে আল্লাহ্র রাসূল! আপনার জন্যও একই দোয়া করছি।”
রেফারেন্সসহীহ। ইবনে মাজাহঃ ৩৫৫৮