১৫০. নতুন পোশাক পরিধানকারীর (মহিলা) জন্য দোয়া #১
Daily DuasProtectionIslamic PrayerCategory 7
নতুন পোশাক পরিধানকারীর (মহিলা) জন্য দোয়া #১ আরবি
أَبْلِيْ وَأَخْلِقِيْ
নতুন পোশাক পরিধানকারীর (মহিলা) জন্য দোয়া #১ উচ্চারণ
আব্লি ওয়া আখলিক্কি’
নতুন পোশাক পরিধানকারীর (মহিলা) জন্য দোয়া #১ অনুবাদ
তোমার কাপড় পুরোনো করো ও জীর্ণ করো।
খালিদ ইবনু সাঈদ (রাঃ)-এর মেয়ে উম্মু খালিদ (রাঃ) বলেন, 'আল্লাহ্র রাসূল (ﷺ)-এর কাছে একটি পোশাক আনা হলো, যার উপর ছিল কালো রঙের নকশা। তখন তিনি বলেন, “এ পোশাকটি আমরা কাকে পরাতে পারি?” সাহাবীগণ নীরব থাকলে নবী (ﷺ) বলেন, “উম্মু খালিদকে নিয়ে আসো।” এরপর আমাকে নবী (ﷺ)-এর কাছে আনা হলে, তিনি নিজের হাতে ওই পোশাকটি আমাকে পরিয়ে দেন। তারপর দু'বার বলেন - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) এটি ওই সময়ের ঘটনা, যখন উম্মু খালিদ তাঁর পিতার সঙ্গে ইথিওপিয়া থেকে হিজরত করে মদীনায় আসেন তখন তাঁর বয়স ছিল খুবই কম।
রেফারেন্সবুখারীঃ ৫৯৯৩