১৪৭. নতুন পোশাক পরিধানের দোয়া

اَللَّهُمَّ لَكَ الْحَمْدُ أَنْتَ كَسَوْتَنِيْهِ أَسْأَلُكَ خَيْرَهُ وَخَيْرَ مَا صُنِعَ لَهُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّهِ وَشَرِّ مَا صُنِعَ لَهُ

আল্লা-হুম্মা, লাকাল ‘হামদু, আনতা কাসাওতানীহি, আসআলুকা খাইরাহু ওয়া খাইরা মা স্বুনি’আ লাহূ, ওয়া আ‘উযু বিকা মিন শাররিহী ওয়া শাররি মা স্বুনি'আ লাহূ

অনুবাদ

হে আল্লাহ্‌, আপনারই সকল প্রশংসা। আপনি আমাকে এটি পরিধান করিয়েছেন। আমি আপনার নিকট প্রার্থনা করছি এর কল্যাণ এবং যে কল্যাণের জন্য তা উৎপাদিত। আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি এর অকল্যাণ এবং যে অকল্যাণের জন্য তা উৎপাদিত।

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ১৭৬৭

সেটিংস

বর্তমান ভাষা