১১. গুনাহ মাফ চাওয়া #২
আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা গণনা করে দেখতাম, আল্লাহ্র রাসূল (ﷺ) এক বৈঠকে একশত বার এই বাক্য বলেছেন -
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَىَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
গুনাহ মাফ চাওয়া #২ উচ্চারণ
রাব্বিগ্ ফিরলী, ওয়া তুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত তাওয়া-বুর রাহীম
গুনাহ মাফ চাওয়া #২ অনুবাদ
হে আমার রব! আমাকে মাফ করে দাও! আমার তাওবা কবুল করো! নিশ্চয়ই তুমি তাওবা-কবুলকারী ও পরম দয়ালু।
রেফারেন্সসহীহ। আবু দাউদঃ ১৫১৬
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
গুনাহ মাফ চাওয়া #১বান্দা তার রবের মুখাপেক্ষী #১আল্লাহ্র কাছে দুনিয়া-আখিরাতের কল্যান ও প্রশান্তি চাওয়া #২হিদায়াত বা পথ-নির্দেশনা #৫গুনাহ মাফ চাওয়া #৩জান্নাত লাভ ও জাহান্নাম থেকে আশ্রয় চাওয়াহিদায়াত বা পথ-নির্দেশনা #৬বান্দা তার রবের মুখাপেক্ষী #২সকল কাজে উত্তম পরিণতি এবং সুরক্ষাহিদায়াত বা পথ-নির্দেশনা #২ইসলামের উপর অবিচল থাকার দোয়াদাসমুক্তির সওয়াব