১৬৭. ইকামতের জবাব
ইকামত দেয়ার সময় মুস্বল্লীগণ মুআযযিনের সাথে সাথে ইকামতের শব্দগুলি বলবে। রাসূল (ﷺ) আযান ও ইকামত উভয়কেই আযান বলেছেন। [১]
উল্লেখ্য যে, ‘কাদ্ ক্ব-মাতিস্ব্ স্বলা-হ্’ এর জবাবে ‘আক্বামাহাল্লাহু ওয়া আদামাহা’ বলার হাদীসটি যঈফ। [২] অতএব ইকামতের শব্দগুলির জবাবে মুস্বল্লীদেরও আযানের অনুরূপই বলতে হবে।
রেফারেন্স[১] বুখারীঃ ৬১১
[২] যঈফ। আবূ দাঊদঃ ৫২৮