১৬৫. আযানের পরে পঠিতব্য দোয়া #২

اَللَّهُمَّ رَبَّ هَذِهِ الدَّعْوَةِ التَّامَّةِ، وَالصَّلَاةِ الْقَائِمَةِ، آتِ مُحَمَّدًا وَالْوَسِيْلَةَ وَالْفَضِيْلَةَ، وَابْعَثْهُ مَقَامًا مَحْمُوْدًا الَّذِيْ وَعَدْتَهُ

আল্লা-হুম্মা, রাব্বা হা-যিহিদ দা‘অ্‌ওয়াতিত তা-ম্মাতি ওয়াস স্বালা-তিল ক্বা-য়িমাহ, আ-তি মু‘হাম্মাদান আল-ওয়াসীলাতা ওয়াল ফাদ্বীলাতা, ওয়াব'আছহু মাক্বা-মাম মা‘হমুদানিল্‌লাযী ও‘য়াদতাহু

অনুবাদ

হে আল্লাহ্‌, এ পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের মালিক, আপনি মুহাম্মাদ (ﷺ)-কে ওসীলা (নৈকট্য) এবং মহা মর্যাদা দান করুন এবং তাকে সম্মানিত অবস্থানে উন্নীত করুন, যার প্রতিশ্রুতি আপনি তাঁকে দিয়েছেন।

রেফারেন্সবুখারীঃ ৬১৪

সেটিংস

বর্তমান ভাষা