পরিচ্ছেদ: রাক্কী বলতে কি বুঝায়?

১৩২

ইবনু তাইমিয়া (রহঃ) মুখলিস রাক্কীদের ব্যাপারে বলেছেন -“রাক্কীর উচিত গুনাহ থেকে দূরে থাকা, যেন এই সুযোগে জ্বীন তার ওপর প্রভাব বিস্তার করতে পারে না। সে তো আল্লাহর পথে একজন জিহাদকারী ব্যক্তি। আর রুকিয়াহ চর্চা করাও জিহাদের একটি উত্তম পদ্ধতি। তাই যতদূর পারা যায়, সতর্ক থাকা উচিত, যেন তার পাপ তার শত্রুকে বিজয়ী হতে সহায়তা না করে।” [মাজমুউল ফাতওয়া: ১৯/৫৩, রিসালাতুল জ্বীন, পৃ. ৬৫| সম্পূর্ণ উক্তি দেখুন “জ্বীন কি রক্বীর ক্ষতি করবে?” অনুচ্ছেদে]হাকিকী জিহাদের সঙ্গে রুকিয়াহ চর্চার কোনো তুলনা যদিও হয় না, তবুও ইবনু তাইমিয়া (রহঃ)-এর কথাটি অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ, একজন রাক্কী সমাজ থেকে কুফর-শিরক দূর করার জন্য নিজের প্রাণ ঝুঁকিতে ফেলে মেহনত করে। আর যখন কুফরী জাদু আক্রান্ত কারও চিকিৎসা করে অথবা শয়তান ভর করা ব্যক্তির ওপর রুকিয়াহ করে তখন সে আল্লাহর কালামের সাহায্যে সরাসরি শয়তানী শক্তির বিরুদ্ধে লড়াই করে।

সেটিংস

বর্তমান ভাষা