৮৬০. কারো সাথে দেখা হলে
اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ
আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ
আপনার উপর আল্লাহ্র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক
এক লোক নবী (ﷺ) এর নিকট এসে বললো, আস-সালা-মু ‘আলাইকুম। তিনি তার জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেনঃ দশ নেকি! এরপর আরেকজন এসে বললো, আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হ। নবী (ﷺ) অনুরূপ জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেন, বিশ নেকি! অতঃপর আরেকজন এসে বললো, আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ। নবী (ﷺ) তারও জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেনঃ ত্রিশ নেকি।
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
প্রশংসার বহিঃপ্রকাশ / ভালো যে কোন কিছু দেখলে
আল্লাহর শ্রেষ্ঠত্ব, মহত্ব বা বড়ত্বের কোন কৃতিত্ব দেখলে
মৃত্যুর/অপ্রীতিকর কোন সংবাদ শুনলে
অপ্রীতিকর কিছু ঘটলে, বাজে কথা শুনলে
অনুমানে কোন বিষয়ে কিছু বললে, কথা শেষে
ভালো কিছু খাওয়া / শুভ সংবাদ শোনা
কোন বিস্ময়কর ভালো বিষয় দেখলে
ভবিষ্যতে কোন কিছু করার উদ্দেশ্যে
উপকারীর কৃতজ্ঞতা প্রকাশে
কোন হাঁচি দাতার ‘আলহামদুলিল্লাহ’ বলতে শুনলে-
হাঁচির ক্ষেত্রে যা বলতে হবে
পশু জবেহ বা নাহর করার সময়