৬৯১. ইউসুফ (আঃ) এর দোয়া

ইউসুফ (আঃ) ও মহিলাদের প্রসঙ্গে আল্লাহ্‌ তা'আলা বলেন -

رَبِّ السِّجْنُ أَحَبُّ إِلَيَّ مِمَّا يَدْعُونَنِي إِلَيْهِ ۖ وَإِلَّا تَصْرِفْ عَنِّي كَيْدَهُنَّ أَصْبُ إِلَيْهِنَّ وَأَكُن مِّنَ الْجَاهِلِينَ

অনুবাদ

হে আমার রব, তারা আমাকে যে কাজের প্রতি আহবান করছে তা থেকে কারাগারই আমার নিকট অধিক প্রিয়। আর যদি আপনি আমার থেকে তাদের চক্রান্ত প্রতিহত না করেন তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং আমি মূর্খদের অন্তর্ভুক্ত হব।

রেফারেন্সসূরা ইউসুফ ১২:৩৩

সেটিংস

বর্তমান ভাষা