৬৮০. মহান আল্লাহ্‌র ইসমু আযম #৩ (দোয়া ইউনূস)

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِيْنَ

লা- ইলা-হা ইল্লা- আনতা সুব‘হা-নাকা ইন্নী কুনতু মিনায যা-লিমীন

অনুবাদ

আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, আপনার পবিত্রতা ঘোষণা করছি, নিশ্চয় আমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত।

সা’দ ইবনু আবী ওয়াক্কাস বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন: “যুন্নুন (ইউনূস আঃ) মাছের পেটে যে দোয়া করেছিলেন: (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)- এ দোয়া দ্বারা যে কোনো মুসলিম যে কোনো বিষয়ে দোয়া করবে, আল্লাহ্‌ অবশ্যই তার দোয়া কবুল করবেন।”

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ৩৫০৫

সেটিংস

বর্তমান ভাষা