৬২৬. সাধারণ দোয়া #৯
সাধারণ দোয়া #৯ আরবি
رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا ۚ رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا ۚ رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ ۖ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا ۚ أَنتَ مَوْلَانَا فَانصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ
সাধারণ দোয়া #৯ অনুবাদ
হে আমাদের রব! আমরা যদি ভুলে যাই, অথবা ভুল করি তাহলে আপনি আমাদেরকে পাকড়াও করবেন না। হে আমাদের রব, আমাদের উপর বোঝা চাপিয়ে দেবেন না, যেমন আমাদের পূর্ববর্তীদের উপর চাপিয়ে দিয়েছেন। হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন কিছু বহন করাবেন না, যার সামর্থ্য আমাদের নেই। আর আপনি আমাদেরকে মার্জনা করুন এবং আমাদেরকে ক্ষমা করুন, আর আমাদের উপর দয়া করুন। আপনি আমাদের অভিভাবক। অতএব আপনি কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করুন।
রেফারেন্সসূরা আল-বাকারাঃ ২:২৮৬
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তিসাধারণ দোয়া #১২ক্ষমতা ও সম্মান প্রার্থনামজলুমের দোয়া #২মজলুমের দোয়া #৫ক্ষমা, একনিষ্ঠতা এবং বিজয় প্রার্থনানেককার সন্তানের প্রার্থনাক্ষমা ও জালিমদের ধ্বংসের প্রার্থনানিরাপত্তা ও শির্ক থেকে বেচে থাকার দোয়াসাধারণ দোয়া #১৩পাপ করার পর ক্ষমা চাওয়াফাসেক কওম থেকে মুক্তির প্রার্থনা