৫৭৫. জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #১৭

بِسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا ﴿١﴾ يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ ۖ وَلَن نُّشْرِكَ بِرَبِّنَا أَحَدًا ﴿٢﴾ وَأَنَّهُ تَعَالَىٰ جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا ﴿٣﴾ وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّـهِ شَطَطًا ﴿٤﴾ وَأَنَّا ظَنَنَّا أَن لَّن تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ عَلَى اللَّـهِ كَذِبًا ﴿٥﴾ وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا ﴿٦﴾ وَأَنَّهُمْ ظَنُّوا كَمَا ظَنَنتُمْ أَن لَّن يَبْعَثَ اللَّـهُ أَحَدًا ﴿٧﴾ وَأَنَّا لَمَسْنَا السَّمَاءَ فَوَجَدْنَاهَا مُلِئَتْ حَرَسًا شَدِيدًا وَشُهُبًا ﴿٨﴾ وَأَنَّا كُنَّا نَقْعُدُ مِنْهَا مَقَاعِدَ لِلسَّمْعِ ۖ فَمَن يَسْتَمِعِ الْآنَ يَجِدْ لَهُ شِهَابًا رَّصَدًا ﴿٩﴾

অনুবাদ

(১) বল, ‘আমার প্রতি ওহী করা হয়েছে যে, নিশ্চয় জিনদের একটি দল মনোযোগ সহকারে শুনেছে। অতঃপর বলেছে, ‘আমরা তো এক বিস্ময়কর কুরআন শুনেছি, (২) যা সত্যের দিকে হিদায়াত করে; অতঃপর আমরা তাতে ঈমান এনেছি। আর আমরা কখনো আমাদের রবের সাথে কাউকে শরীক করব না’। (৩) ‘আর নিশ্চয় আমাদের রবের মর্যাদা সমুচ্চ। তিনি কোন সংগিনী গ্রহণ করেননি এবং না কোন সন্তান’। (৪) ‘আর আমাদের মধ্যকার নির্বোধেরা আল্লাহ্‌র ব্যাপারে অবাস্তব কথা- বার্তা বলত’। (৫) ‘অথচ আমরা তো ধারণা করতাম যে, মানুষ ও জিন কখনো আল্লাহ্‌ সম্পর্কে মিথ্যা আরোপ করবে না’। (৬) আর নিশ্চয় কতিপয় মানুষ কতিপয় জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। (৭) আর নিশ্চয় তারা ধারণা করেছিল যেমন তোমরা ধারণা করেছো যে, আল্লাহ্‌ কাউকে কখনই পুনরুত্থিত করবেন না। (৮) ‘আর নিশ্চয় আমরা আকাশ স্পর্শ করতে চেয়েছিলাম*, কিন্তু আমরা সেটাকে পেলাম যে, তা কঠোর প্রহরী এবং উল্কাপিন্ড দ্বারা পরিপূর্ণ’। *আকাশের সংবাদ সংগ্রহ করার চেষ্টা করেছিলাম। (৯) আর আমরা তো সংবাদ শোনার জন্য আকাশের বিভিন্ন ঘাটিতে বসতাম, কিন্তু এখন যে শুনতে চাইবে, সে তার জন্য প্রস্তুত জ্বলন্ত উল্কাপিন্ড পাবে’।

রেফারেন্সসূরা জ্বিনঃ ৭২:১-৯

এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ

জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #৮

জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #১১

জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #১

জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #৬

রোগী জ্বিনগ্রস্ত বলে নিশ্চিত হওয়ার পরেও যদি জ্বিনটি না যায় তাহলে যা পাঠ করতে হবে #৬

রোগী জ্বিনগ্রস্ত বলে নিশ্চিত হওয়ার পরেও যদি জ্বিনটি না যায় তাহলে যা পাঠ করতে হবে #৮

রোগী জ্বিনগ্রস্ত বলে নিশ্চিত হওয়ার পরেও যদি জ্বিনটি না যায় তাহলে যা পাঠ করতে হবে #৫

জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #১২

রোগী জ্বিনগ্রস্ত বলে নিশ্চিত হওয়ার পরেও যদি জ্বিনটি না যায় তাহলে যা পাঠ করতে হবে #৪

১০

জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #১৬

১১

জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #১৪

১২

রোগী জ্বিনগ্রস্ত বলে নিশ্চিত হওয়ার পরেও যদি জ্বিনটি না যায় তাহলে যা পাঠ করতে হবে #১২

সেটিংস

বর্তমান ভাষা