৫৬৭. জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #৯
জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #৯ আরবি
وَأَوْحَيْنَا إِلَىٰ مُوسَىٰ أَنْ أَلْقِ عَصَاكَ ۖ فَإِذَا هِيَ تَلْقَفُ مَا يَأْفِكُونَ ﴿١١٧﴾ فَوَقَعَ الْحَقُّ وَبَطَلَ مَا كَانُوا يَعْمَلُونَ ﴿١١٨﴾ فَغُلِبُوا هُنَالِكَ وَانقَلَبُوا صَاغِرِينَ ﴿١١٩﴾ وَأُلْقِيَ السَّحَرَةُ سَاجِدِينَ ﴿١٢٠﴾ قَالُوا آمَنَّا بِرَبِّ الْعَالَمِينَ ﴿١٢١﴾ رَبِّ مُوسَىٰ وَهَارُونَ ﴿١٢٢﴾
জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #৯ অনুবাদ
(১১৭) আর আমি মূসার প্রতি ওহী পাঠালাম যে, ‘তুমি তোমার লাঠি ছেড়ে দাও’ তৎক্ষণাৎ সে গিলতে লাগল সেগুলিকে যে অলীক বস্তু তারা বানিয়েছিল। (১১৮) ফলে সত্য প্রকাশ হয়ে গেল এবং তারা যা কিছু করছিল তা বাতিল হয়ে গেল। (১১৯) তাই সেখানে তারা পরাজিত হলো এবং লাঞ্ছিত হয়ে গেল। (১২০) আর যাদুকররা সিজদায় পড়ে গেল। (১২১) তারা বলল, ‘আমরা সকল সৃষ্টির রবের প্রতি ঈমান আনলাম, (১২২) মূসা ও হারূনের রবের প্রতি।’
রেফারেন্সসূরা আরাফঃ ৭:১১৭-১২২
এ সম্পর্কিত আরও দোয়া পড়ুনঃ
রোগী জ্বিনগ্রস্ত বলে নিশ্চিত হওয়ার পরেও যদি জ্বিনটি না যায় তাহলে যা পাঠ করতে হবে #২জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #১৬রোগী জ্বিনগ্রস্ত বলে নিশ্চিত হওয়ার পরেও যদি জ্বিনটি না যায় তাহলে যা পাঠ করতে হবে #১২জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #১৮রোগী জ্বিনগ্রস্ত বলে নিশ্চিত হওয়ার পরেও যদি জ্বিনটি না যায় তাহলে যা পাঠ করতে হবে #৯জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #১রোগী জ্বিনগ্রস্ত বলে নিশ্চিত হওয়ার পরেও যদি জ্বিনটি না যায় তাহলে যা পাঠ করতে হবে #১জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #৩জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #২০জ্বিন, জাদু ও রোগের চিকিৎসায় যা পড়তে হবে #১৫রোগী জ্বিনগ্রস্ত বলে নিশ্চিত হওয়ার পরেও যদি জ্বিনটি না যায় তাহলে যা পাঠ করতে হবে #৬রোগী জ্বিনগ্রস্ত বলে নিশ্চিত হওয়ার পরেও যদি জ্বিনটি না যায় তাহলে যা পাঠ করতে হবে #৭