৩৪৯. নবী (ﷺ) জবাই করার সময় যা বলতেন #১

নবী (ﷺ) জবাই করার সময় বলেন -

بِسْمِ اللَّهِ اَللَّهُمَّ تَقَبَّلْ مِنْ مُحَمَّدٍ وَآلِ مُحَمَّدٍ وَمِنْ أُمَّةِ مُحَمَّدٍ

বিস্‌মিল্লা-হি আল্লা-হুম্মা তাক্বাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলী মুহাম্মাদিন ওয়ামিন উম্মাতি মুহাম্মাদিন

অনুবাদ

আল্লাহ্‌র নামে। হে আল্লাহ্‌! (এটি) কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবার ও মুহাম্মাদের উম্মাহর পক্ষ থেকে।

এরপর তিনি সেটি কুরবানি করেন।

রেফারেন্সমুসলিমঃ ১৯৬৭

সেটিংস

বর্তমান ভাষা