পরিচ্ছেদ: সালাম ফিরানোর পর পঠিতব্য দোয়া সমূহ

২৫৬. তেত্রিশবার "সুবহানাল্লাহ”, তেত্রিশবার “আলহামদুলিল্লাহ” এবং চৌত্রিশবার “আল্লাহু আকবার”

৩৩ বার “সুবহানাল্লাহ”

سُبْحَانَ اللَّهِ

سُبْحَانَ اللّٰهِ

সুব‘হা-নাল্লা-হ

অনুবাদ

আল্লাহ্‌র পবিত্রতা ঘোষণা করছি।


৩৩ বার “আলহামদুলিল্লাহ”

اَلْحَمْدُ لِلَّهِ

اَلْحَمْدُ لِلّٰهِ

আল্‌ ‘হামদু লিল্লা-হ

অনুবাদ

প্রশংসা আল্লাহর জন্য।


৩৪ বার “আল্লাহু আকবার”

اَللَّهُ أَكْبَرُ

اَللّٰهُ اَكْبَرُ

আল্লা-হু আকবার

অনুবাদ

আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ।

রেফারেন্সবুখারীঃ ৮৪৩

২৫৭. পাপরাশি ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সমুদ্রের ফেনারাশির মতো হয়

প্রত্যেকটি ৩৩ বার করে বলবে -

سُبْحَانَ اللَّهِ، وَالْحَمْدُ لِلَّهِ، وَاللَّهُ أَكْبَرُ

سُبْحَانَ اللّٰهِ، وَالْحَمْدُ لِلّٰهِ، وَاللّٰهُ اَكْبَرُ

সুবহা-নাল্লা-হ, ওয়াল্‌ ‘হামদু লিল্লা-হ, ওয়াল্লা-হু আকবার

অনুবাদ

আল্লাহ্‌ কতই না পবিত্র-মহান। সকল প্রশংসা আল্লাহ্‌র জন্য। আল্লাহ্‌ সবচেয়ে বড়।


لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلٰى كُلِّ شَيْءٍ قَدِيْرٌ

লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া ‘আলা- কুল্লি শাই’ইন ক্বাদীর

অনুবাদ

একমাত্র আল্লাহ্‌ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরীক নেই, রাজত্ব তাঁরই, সকল প্রশংসা তাঁরই এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।

তারপর বলবে -

রেফারেন্সমুসলিম, ১/৪১৮, নং ৫৯৭

২৫৮. সালাতের পরের দোয়া #১

رَبِّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ (تَجْمَعُ) عِبَادَكَ

رَبِّ قِنِىْ عَذَابَكَ يَوْمَ تَبْعَثُ (تَجْمَعُ) عِبَادَكَ

রাব্বি ক্বিনী ‘আযা-বাকা ইয়াওমা তাব'আছু (তাজমাউ) 'ইবা-দাক

অনুবাদ

হে আমার প্রভু, আমাকে রক্ষা করুন আপনার শাস্তি থেকে যেদিন আপনি পুনরুত্থিত করবেন আপনার বান্দাগণকে।

বারা ইবনু ‘আযিব (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, আমরা রসূলুল্লাহ্‌ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করতাম তখন পিছনে তাঁর ডান দিকে দাঁড়ানো পছন্দ করতাম যাতে তিনি ঘুরে বসলে আমাদের দিকে মুখ করে বসেন। বারা ইবনু ‘আযিব (রাঃ) বলেন, আমি তাঁকে বলতে শুনেছি, (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)

রেফারেন্সমুসলিমঃ ৭০৯

সেটিংস

বর্তমান ভাষা