পরিচ্ছেদ: ফজর ও মাগরিবের পরের দোয়া সমূহ
২৪৭. সালাতুল ফাজরের পরের দোয়া
উম্মু সালামা (রাঃ) বলেন: রাসূলুল্লাহ্ (ﷺ) ফজরের সালাত শেষে, সালাম ফিরানোর পরে এ বাক্যগুলো বলতেন -
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ عِلْمًا نَافِعًا وَرِزْقًا طَيِّبًا وَعَمَلًا مُتَقَبَّلًا
اَللّٰهُمَّ اِنِّىْ اَسْاَلُكَ عِلْمًا نَّافِعًا وَّرِزْقًا طَيِّبًا وَّعَمَلًا مُّتَقَبَّلًا
আল্লা-হুম্মা, ইন্নী আস্আলুকা ই’লমান না-ফি’আন, ওয়া রিঝক্বান ত্বায়্যিবান ওয়া ‘আমালান মুতাক্বাব্বালা-
হে আল্লাহ্, আমি আপনার কাছে চাচ্ছি কল্যাণকর জ্ঞান, পবিত্র রিযিক ও কবুলকৃত আমল।
২৪৮. ফজর ও মাগরিবের পরের দোয়া #১
لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِي وَيُمِيتُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ يُحْيِىْ وَيُمِيْتُ وَهُوَ عَلٰى كُلِّ شَىْءٍ قَدِيْرٌ
লা- ইলা-হা ইল্লাল্লা-হু, ওয়া‘হ্দাহু লা- শারীকা লাহু, লাহুল মুলকু, ওয়া লাহুল ‘হামদু, ইউ‘হ্য়ী ওয়া ইউমীতু ওয়া হুআ ‘আলা- কুল্লি শাইয়িন ক্বাদীর
আল্লাহ্ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। রাজত্ব তারই এবং প্রশংসা তাঁরই। তিনিই জীবন দান করেন এবং মৃত্যু দান করেন। তাঁর হাতেই সকল কল্যাণ এবং তিনি সবকিছুর উপর ক্ষমতাবান।
২৪৯. ফজর ও মাগরিবের পরের দোয়া #২
৭ বার বলবে -
اَللَّهُمَّ أَجِرْنِيْ مِنَ النَّارِ
اَللّٰهُمَّ اَجِرْنِىْ مِنَ النَّارِ
আল্লা-হুম্মা, আজিরনী মিনান না-র
হে আল্লাহ্, আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন।
হারিস ইবনু মুসলিম (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে বলেছেন, তুমি ফজরের সালাতের পরেই (দুনিয়াবী) কথা বলার আগে এ দোয়া ৭ বার বলবে। যদি তুমি ঐ দিনে মৃত্যুবরণ করো তাহলে আল্লাহ্ তোমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন। অনুরূপভাবে, মাগরিবের সালাতের পরে কথা বলার আগেই এ দোয়া ৭ বার বলবে। তুমি যদি ঐ রাতে মৃত্যু বরণ করো তাহলে আল্লাহ্ তোমাকে জাহান্নাম থেকে রক্ষা করবেন।” অধিকাংশ মুহাদ্দিস হাদীসটিকে গ্রহণযোগ্য বলে গণ্য করেছেন।