পরিচ্ছেদ: রুকুর পরে দণ্ডায়মান অবস্থায় দোয়া সমূহ
২০৪. রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #১
বিভিন্ন সহীহ হাদীসে রুকুর দোয়াটি চারভাবে বর্ণিত হয়েছে -
(اَللَّهُمَّ) رَبَّنَا لَكَ الْحَمْدُ
(اَللّٰهُمَّ) رَبَّنَا لَكَ الْحَمْدُ
(১) রাব্বানা- লাকাল ‘হামদ (২) আল্লা-হুম্মা রাব্বানা- লাকাল ‘হামদ'
(১) হে আমাদের প্রভু, আপনার জন্যই প্রশংসা। (২) হে আল্লাহ্, আমাদের প্রভু, আপনার জন্যই প্রশংসা।
২০৫. রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #২
(اَللَّهُمَّ) رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
(اَللّٰهُمَّ) رَبَّنَا وَلَكَ الْحَمْدُ
(১) রাব্বানা- ওয়া লাকাল ‘হামদ (২) আল্লা-হুম্মা রাব্বানা- ওয়া লাকাল ‘হামদ'
(১) হে আমাদের প্রভু, এবং আপনার জন্যই প্রশংসা। (২) হে আল্লাহ্, আমাদের প্রভু, এবং আপনার জন্যই প্রশংসা।
রুকু থেকে উঠে পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর পরে কয়েক মুহূর্ত পরিপূর্ণ সোজা দণ্ডায়মান থাকা ওয়াজিব। পরিপূর্ণ সোজা হয়ে দাঁড়ানোর আগেই সিজদা করলে সালাত নষ্ট হয়ে যাবে। এসময় উপরের বাক্যটি বলতে হবে। চারটি বাক্যের যে কোনো বাক্য বললেই সুন্নাত আদায় হবে। একেক সময় একেক বাক্য বলাই উত্তম।
২০৬. রুকুর পরে দণ্ডায়মান অবস্থার দোয়া #৩
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ
رَبَّنَا وَلَكَ الْحَمْدُ، حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ
রাব্বানা- ওয়া লাকাল ‘হামদ, ‘হামদান কাছীরান ত্বাইয়্যিবান মুবা-রাকান ফীহ
হে আমাদের প্রভু, এবং আপনারই প্রশংসা, অশেষ প্রশংসা, পবিত্র ও বরকতময় প্রশংসা।