পরিচ্ছেদ: রুকুর দোয়া সমূহ

১৯৪. রুকূর দোয়া সমূহ #১

শাক্বীক্ব (রাঃ) বলেন, হুযায়ফাহ্ (রাঃ) একজন লোককে দেখলেন, সে ঠিকমত রুকূ-সিজদা করল না। সে ছালাত শেষ করলে তিনি তাকে ডাকলেন। অতঃপর তাকে বললেন, তুমি ছালাত আদায় করনি। শাক্বীক্ব বলেন, আমি মনে করছি তিনি তাকে বললেন, তুমি এখন মারা গেলে তোমার মরণ এমন নীতির উপর হবে যা মুহাম্মাদ (ﷺ) যে নীতিতে রয়েছেন তার চেয়ে ভিন্ন। [১] কাতাদাহ্ (রাঃ) বলেন, রাসূল (ﷺ) বলেছেন, সবচেয়ে নিকৃষ্ট চোর সে যে ছালাত চুরি করে। ছাহাবীগণ বললেন, কিভাবে ছালাত চুরি করে? রাসূল (ﷺ) বললেন, যে তার রুকূ-সিজদা পূর্ণ করে না'। [২]

রেফারেন্স[১] বুখারীঃ ৭৯১ [২] সহিহ। মিশকাতঃ ৮৮৫

১৯৫. রুকূর দোয়া সমূহ #২

কমপক্ষে ৩ বার এ তাসবীহ পাঠ করা -

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ

سُبْحَانَ رَبِّىَ الْعَظِيْمِ

সুব‘হা-না রাব্বিয়াল ‘আযীম

অনুবাদ

মহাপবিত্র আমার মহান প্রভু।

মনের আবেগ নিয়ে এ ঘোষণা বার বার দিতে হবে। কমপক্ষে ৩ বার এ তাসবীহ পাঠ করা রাসূলুল্লাহ্‌ (ﷺ)-এর আচরিত ও নির্দেশিত কর্ম। অধিকাংশ বর্ণনায় “সুবহানা রাব্বিয়াল আযীম” এবং কোনো কোনো হাদীসে “সুবাহানা রাব্বিয়াল আযীম ওয়া বিহামদিহী” বর্ণিত হয়েছে।

রেফারেন্সসহিহ। তিরমিযীঃ ২৬২

১৯৬. রুকূর দোয়া সমূহ #৩

কমপক্ষে ৩ বার এ তাসবীহ পাঠ করা -

سُبْحَانَ رَبِّيَ الْعَظِيمِ وَبِحَمْدِهِ

سُبْحَانَ رَبِّىَ الْعَظِيْمِ وَبِحَمْدِهٖ

সুব‘হা-না রাব্বিয়াল ‘আযীম ওয়া বিহামদিহী

অনুবাদ

আমি আমার মহান প্রভুর প্রশংসা-সহ পবিত্রতা বর্ণনা করছি।

রেফারেন্সসনদ হাসান (শুয়াইব আরনা'ঊত)। আবু দাউদঃ ৮৭০

সেটিংস

বর্তমান ভাষা