পরিচ্ছেদ: সালাতের মধ্যে দোয়া
২৪৬. সালাতের মধ্যে দোয়া
আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আমরা আল্লাহ্র রাসূল (ﷺ)-এর সঙ্গে সালাত আদায় করছি, এমন সময় লোকদের মধ্যে একজন বলে ওঠে -
اَللَّهُ أَكْبَرُ كَبِيْرًا، وَالْحَمْدُ لِلَّهِ كَثِيرًا، وَسُبْحَانَ اللَّهِ بُكْرَةً وَأَصِيلًا
اَللّٰهُ اَكْبَرُ كَبِيْرًا، وَالْحَمْدُ لِلّٰهِ كَثِيْرًا، وَسُبْحَانَ اللّٰهِ بُكْرَةً وَّاَصِيْلًا
আল্লা-হু আকবারু কাবীরান, ওয়ালহামদু লিল্লা-হি কাছিরান, ওয়াসুবহা-নাল্লাহি বুকরাতাঁও ওয়া আসীলা
আল্লাহ্র শ্রেষ্ঠত্ব সবার উপর, বিপুল প্রশংসা আল্লাহ্র, সকাল-সন্ধ্যার সকল মহিমা আল্লাহ্র।
আল্লাহ্র রাসূল (ﷺ) জিজ্ঞাসা করেন, “এসব বাক্য কে উচ্চারণ করল?” লোকদের মধ্যে একজন বলল, “হে আল্লাহ্র রাসূল! আমি।” নবী (ﷺ) বলেন, “এসব শুনে আমি চমকে ওঠেছি; কারণ এই দোয়া উত্তোলনের জন্য আকাশের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে।” ইবনে উমর (রাঃ) বলেন, 'আল্লাহ্র রাসূল (ﷺ)-কে ওই কথা বলতে শোনার পর থেকে, আমি আর সেসব বাক্য (পাঠ করা) ছাড়িনি।'
৮৭০. সলাতের মধ্যে হাঁচি দিলে
اَلْحَمْدُ لِلَّهِ حَمْدًا كَثِيرًا طَيِّبًا مُبَارَكًا فِيهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضَى
اَلْحَمْدُ لِلّٰهِ حَمْدًا كَثِيْرًا طَيِّبًا مُّبَارَكًا فِيْهِ مُبَارَكًا عَلَيْهِ كَمَا يُحِبُّ رَبُّنَا وَيَرْضٰى
আল-‘হামদু লিল্লা-হি ‘হামদান কাছিরান ত্বয়্যিবান মুবা-রাকান ফীহ, মুবা-রাকান ‘আলাইহি ক্বামা- ইউহিব্বু রব্বুনা- ওয়া ইয়ার্দ্বা
সমস্ত প্রশংসা আল্লাহর জন্যই। অধিক প্রশংসা, পবিত্র এবং বরকতময় প্রশংসা। যেমন প্রশংসা আমাদের প্রভু পছন্দ করেন এবং যে প্রশংসায় তিনি সন্তুষ্ট হন।