পরিচ্ছেদ: সিজদার আয়াত পড়ে সিজদা দেওয়ার মহত্ত্ব
২২৪. সিজদার আয়াত পড়ে সিজদা দেওয়া
আবূ হুরায়রাহ (রাঃ) থেকে বর্ণিতঃ রসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মানুষ যখন সিজদার আয়াত তিলাওয়াত করে সাজদায় যায়, তখন শয়তান কাঁদতে কাঁদতে দূরে সরে পড়ে এবং বলতে থাকে হায়! আমার দুর্ভাগ্য! ইবনু কুরায়বের বর্ণনায় রয়েছে, হায়রে, আমার দুর্ভাগ্য! বনী আদম সিজদার জন্য আদিষ্ট হলো। তারপর সে সাজদাহ করলো এবং এর বিনিময়ে তার জন্য জান্নাত নির্ধারিত হলো। আর আমাকে সিজদার জন্য আদেশ করা হলো, কিন্তু আমি তা অস্বীকার করলাম, ফলে আমার জন্য জাহান্নাম নির্ধারিত হলো।
২২৫. সাধারণ অবস্থায় সিজদার আয়াত পড়ার পর দোয়া
নবী (ﷺ) একটি সিজদার আয়াত পড়ে সিজদায় গিয়ে এই দোয়া করেন -
اَللَّهُمَّ اكْتُبْ لِي بِهَا عِنْدَكَ أَجْرًا، وَضَعْ عَنِّي بِهَا وِزْرًا، وَاجْعَلْهَا لِي عِنْدَكَ ذُخْرًا، وَتَقَبَّلْهَا مِنِّي كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوُدَ
اَللّٰهُمَّ اكْتُبْ لِىْ بِهَا عِنْدَكَ اَجْرًا، وَضَعْ عَنِّىْ بِهَا وِزْرًا، وَاجْعَلْهَا لِىْ عِنْدَكَ ذُخْرًا، وَتَقَبَّلْهَا مِنِّىْ كَمَا تَقَبَّلْتَهَا مِنْ عَبْدِكَ دَاوٗدَ
আল্লা-হুম্মাক্তুব লী বিহা- ‘ইনদাকা আজ্রান, ওয়াদ্বা’অ্ ‘আন্নী বিহা- উইঝরান, ওয়াজ্’আল্হা- লী 'ইন্দাকা যুখ্রান, ওয়া তাক্বাব্বাল্হা- মিন্নী কামা- তাক্বাব্বাল্তাহা- মিন ‘আব্দিকা দাঊদ
হে আল্লাহ্! এই সাজদাহ্র বিনিময়ে তোমার কাছে আমার জন্য সাওয়াব নির্ধারণ করে রাখ, এর বিনিময়ে আমার একটি গুনাহ দূর করো, এটাকে তোমার কাছে আমার জন্য সঞ্চয় হিসেবে জমা রাখ এবং এটা আমার নিকট হতে গ্রহণ করে নাও, যেভাবে তুমি তোমার বান্দা দাঊদ (আঃ)-এর নিকট গ্রহণ করেছিলে।
২২৬. সিজদার আয়াত পড়ে সিজদায় গিয়ে দোয়া #১
আল্লাহ্র রাসূল (ﷺ) রাতে সিজদার আয়াত পড়লে, সিজদায় গিয়ে বলতেন -
سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ، وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ
سَجَدَ وَجْهِىَ لِلَّذِىْ خَلَقَهٗ، وَشَقَّ سَمْعَهٗ وَبَصَرَهٗ بِحَوْلِهٖ وَقُوَّتِهٖ
সাজাদা ওয়াজ্হিয়া লিল্লাযী খালাক্বাহূ ওয়া শাক্কা সাম‘আহূ ওয়া বাস্বারাহূ বি'হাউ্লিহী ওয়া ক্বুওয়্যাতিহ্
আমার চেহারা তাঁর উদ্দেশে সিজদায় অবনত, যিনি একে সৃষ্টি করেছেন এবং কান ও চোখ খুলে দিয়েছেন। তাঁর নিজের অপার ক্ষমতাবলে।