পরিচ্ছেদ: দোয়ার ফযীলত

১৫৮

কুরআন থেকেআল্লাহ তা'আলা বলেন, আর তোমাদের প্রতিপালক। বলেছেন আমার নিকট দোয়া কর আমি তোমাদের দোয়া কবুল করবো। (সূরা আল-মুমিনঃ ৬০)আল্লাহ আরো বলেন, আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে (বলে দাও) নিশ্চয় আমি সন্নিকটে রয়েছি। দোয়াকারী যখনই আমার নিকট দোয়া করবে, আমি কবুল করবো। অতএব তারা যেন আমার নির্দেশাবলী মেনে নেয় ও আমার উপর ঈমান আনে। তাহলে সঠিক পথ লাভ করবে। (সূরা আল-বাক্বারাহঃ ১৮৬)হাদীস থেকে১. নবী (ﷺ) বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদত”। অতঃপর পাঠ করলেন—আর তোমাদের প্রতিপালক বলেছেন আমার নিকট দোয়া কর আমি তোমাদের দোয়া কবুল করবো। অবশ্যই যারা আমার ইবাদত করতে অহংকার পোষণ করে তারা লাঞ্ছিত হয়ে অচিরেই জাহান্নামে প্রবেশ করবে- (সূরা মু'মিন ৬০)(হাদীসটি বর্ণনা করেছেন আবু দাউদ, তিরমিযী ও ইবনু মাজাহ)২. রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, উত্তম ইবাদত হলো দোয়া। (সহীহ, হাদীসটি হাকিম বর্ণনা করেছেন)৩. তিনি (ﷺ) আরো বলেছেন আল্লাহর নিকটে দোয়া অপেক্ষা সম্মানিত আর কিছু নেই। হাদীসটি ইমাম আহমাদ, তিরমিযী, ইবনু মাজাহ, ইবনু হিব্বান ও হাকিম বর্ণনা করেছেন, এবং হাকিম সহীহ প্রমাণ করেছেন।৪. রসূলুল্লাহ (ﷺ) বলেছেন নিশ্চয় তোমাদের বরকতময় সুউচ্চ প্রতিপালক অধিক লজ্জাশীল সম্মানিত দাতা, বান্দা তার দিকে দুই হাত উত্তোলন পূর্বক কিছু আবেদন করলে, বঞ্চিত করে শূন্য হাতে ফেরৎ দিতে তিনি লজ্জাবোধ করেন। (আবু দাউদ, তিরমিযী, ইবনু মাজাহ, হাকিম সহীহ বলেছেন)৫. নবী (ﷺ) বলেছেন, আল্লাহর সিদ্ধান্তকে দোয়া ছাড়া আর কিছুই পাল্টাতে পারে না এবং সৎ আমল ছাড়া অন্য কিছু বয়স বৃদ্ধি করতে পারে না। (হাদীসটি ইমাম তিরমিযী বর্ণনা করেছেন)৬. রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোন মুসলিম ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করলে আর সেই দোয়ার ভিতর পাপ ও আত্মীয়তার সম্পর্ক চ্ছিন্ন করার আবেদন না থাকলে আল্লাহ তাকে তিনটি বিষয়ের কোন একটি অবশ্যই দিবেন-(ক) যার জন্য দোয়া করেছে তৎক্ষণাৎ তা দিয়ে দেন,(খ) কিংবা আখিরাতের জন্য জমা রাখেন।(গ) কিংবা এ দোয়ার সম পরিমাণ অনিষ্ট তার উপর থেকে সরিয়ে দেন। সাহাবাগণ বললেন, তাহলে আমরা বেশী বেশী করে দোয়া করবো। নবী (ﷺ) বললেন, আল্লাহ এর চেয়েও বেশী দানকারী। (আহমদ, হাকিম, ত্বাবারানী)৭. রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে আল্লাহর কাছে চায়না আল্লাহ তার প্রতি ক্রোধান্বিত হন। (তিরমিযী বর্ণনা করেছেন)৮. রসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সবচেয়ে অপারগ মানুষ হলো সেই যে দোয়া করতে অপারগ, এবং সবচেয়ে কৃপণ ঐ ব্যক্তি যে সালাম দানে কৃপণতা করে। (বাইহাকী ও হাইসামী)

সেটিংস

বর্তমান ভাষা