পরিচ্ছেদ: ভূমিকা
১৫৭
সকল প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। সলাত ও সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মাদ (ﷺ)-এর উপর এবং তাঁর পরিবার-পরিজন, সাহাবায়ে কিরাম ও কিয়ামাত দিন পর্যন্ত তাঁর পদাঙ্ক অনুসরণকারীদের উপর। অতঃপর যে বিষয়টি আমাদের জানা উচিত যে, দোয়া ইসলাম ধর্মের একটি গুরুত্বপূর্ণ বিষয়। বান্দা ও আল্লাহর মাঝে সরাসরি সম্পর্কের ব্যবস্থা হাদীসের ভাষায় “দোয়াই ইবাদাত” বলা হয়েছে। তবে দোয়া সর্বদাই ইবাদত হয় না বরং নিয়মমাফিক সুন্নাহর বিস্তারিত নির্দেশনা অনুযায়ী দোয়া করতে জানলে দোয়া ইবাদত হয়। অন্যথায় সে দোয়া শির্ক অথবা বিদ'আতী দোয়াতে পরিণত হতে পারে। উপরোক্ত কথার সার সংক্ষেপ হল এই যে, দোয়া তিন প্রকার (১) ইবাদতমূলক দোয়া (২) শির্কী দোয়া ও (৩) বিদ'আতী দোয়া।কিন্তু সমাজের লোকদের ধারণা দোয়া শুধু ইবাদত হয়, যেভাবেই করা হোক না কেন। তাই আমরা এই বই-এ দোয়ার ফযীলত, শর্তাবলী, আদব, কবুল হওয়ার উপায়, সময় ও অবস্থা সংক্ষেপে আলোচনা করেছি এবং দোয়ার ক্ষেত্রে কিছু ভুল-ত্রুটিও উল্লেখ করেছি। যাতে করে একজন মুসলিম ব্যক্তি এসব নিয়মাবলী অনুসরণ করলে ঐ দোয়া করার তাওফীক লাভ করতে পারে যে দোয়া শির্ক ও বিদ'আত না হয়ে দোয়া বলে গণ্য হয়। এ বিষয়ে আমাদের আরো একখানা বই রয়েছে যার নাম “সংশয় ও বিভ্রান্তির বেড়াজালে মুনাজাত বা মুনাজাত সমাধান”। সুযোগ পেলে সে বইটি সংগ্রহ করার জন্য পাঠক মহোদয়কে বিশেষভাবে অনুরোধ করলাম।আল্লাহ আমাদের সকলকে দোয়া সম্পর্কে সঠিক জ্ঞান দান করুন এবং কবুলযোগ্য কায়দায় দোয়া করার তাওফীক দান করুন। আমীন।উপসংহার মূলে যেভাবে পেয়েছি সে মতেই আমরা অনুবাদ করেছি। অত্র বই-এ দোয়ার নিয়মাবলী ও শর্তাবলী সবই কুরআন ও হাদীসের দলীল সম্মত কিন্তু সর্বক্ষেত্রে তা উল্লেখ করা হয়নি শুধু সংক্ষেপায়নের স্বার্থে। আল্লাহ আমাদের এ ক্ষুদ্র প্রয়াস কবুল করুন। আমীন।