পরিচ্ছেদ: কালোজিরা

১৩৮

বিখ্যাত হাদীস বর্ণনাকারী আবু হুরাইরা (রাঃ) এই নবী করীম (ﷺ) থেকে এ কথা শ্রবণ করেছেন যে, “কালােজীরাতে মৃত্যু ছাড়া সব রােগের আরােগ্যকারী গুণ আছে।” (বুখারী, মুসলিম, মিশকাত ৩৮৭পৃঃ)আল্লামা ত্বীবী (রহঃ) বলেন যে, উপরােক্ত হাদীসে 'কালােজীরা'কে সর্বরােগনাশক ভেষজ বা ঔষধ বলা হয়েছে। কারণ, উহার ভেষজগত গুণ হচ্ছে শুষ্কতা ও উষ্ণতা। অতএব ইহা তার বিপরীত ধর্মী রােগ লক্ষণে -যেমন রস ও কফ জনিত ব্যাধিতে বিশেষ উল্লেখযােগ্য ভাবে ক্রিয়া করবে। বলা বাহুল্য, আরব দেশে গরম ও শুষ্ক আবহাওয়ার ফলে বেশীর ভাগ ক্ষেত্রে রস ও কফ জনিত ব্যাধিতেই সেখানকার মানুষ আক্রান্ত হয়ে থাকে এবং তাদের এই রকম পরিস্থিতিতে কালােজীরা অমােঘ ঔষধ।ব্যবহার: রুকিয়াহর করার পাশাপাশি কালোজিরা মধুর সাথে খাওয়া যায়। কেবল কালোজিরাও চূর্ণ করে খাওয়া যায়। এছাড়া কালোজিরার তেল মাথা ও শরীরে ব্যবহার করা যায়।

সেটিংস

বর্তমান ভাষা