পরিচ্ছেদ: কিভাবে বদনজরের ধৌতকাজ সম্পন্ন করতে হবে?

৮৯

ভূমিকাযে ব্যক্তি তার অন্য কোনো ভাইয়ের ওপর বদনজর দিয়েছে তার কাছে। একটি পাত্রে করে পানি নিয়ে আসতে হবে। অতঃপর ওই ব্যক্তি পানিতে হাত দেবে এবং পানি নিয়ে মুখ ধুয়ে পরে আবার কুলি করে সেই পানি পাত্রে ফেলবে। অতঃপর সে আবার এ পানি দিয়ে তার মুখমণ্ডল ধৌত করবে। এরপর সে তার ডান হাত পানিতে দিয়ে পানি নিয়ে বাম বাহুর উপর একবার ঢালবে। একইভাবে সে তার বাম হাত দিয়ে পানি নিয়ে ডান বাহুর উপর ঢালবে। অতঃপর সে তার বাম হাত পানিতে দেবে এবং পানি নিয়ে তার ডান হাতের কনুই থেকে কব্জি পর্যন্ত অংশে ঢালবে, একইভাবে সে তার ডান হাত দিয়ে পানি নিয়ে বাম হাতের কনুই থেকে কজি পর্যন্ত অংশে ঢালবে। অতঃপর সে আবার তার বাম হাত দিয়ে পানি নিয়ে ডান পা ধৌত করবে, একইভাবে সে তার ডান হাত দিয়ে পানি নিয়ে বাম পা ধৌত করবে। অতঃপর সে তার বাম হাত দিয়ে পানি নিয়ে ডান হাঁটুর উপর ঢালবে, একইভাবে সে তার ডান হাত দিয়ে পানি নিয়ে বাম হাটুর উপর ঢালবে। এ সবকিছুই করতে হবে পানির পাত্রে উপর, যাতে করে ব্যবহৃত পানি আবার পাত্রেই জমা হয়। অতঃপর সে তার ইযারের উপরের অংশ (ট্রাউজারের কোমরবন্ধনী) পানির পাত্রে রাখবে। পানির পাত্র মাটিতে রাখা যাবে না, এটি রাখতে হবে আক্রান্ত ব্যক্তির মাথার উপর, এবং এ পানি পেছন দিক থেকে একবারে তার শরীরে ঢালতে হবে।' [সুনান বায়হাকী ৯/২৫২]
কাউকে ধৌত করতে বলা হলে সেটা তার জন্য বাধ্যতামূলক হয়ে যাবে
অনেকেই বদনজর দেয়া ব্যক্তিকে তাদের জন্য অযু বা ধৌত করতে বলতে লজ্জা পান। কিন্তু তাদের এ ব্রিতবোধ আসলে ঠিক নয়। কারণ বদনজর অনেক সময় ধর্মভীরু ব্যক্তির পক্ষ থেকেও আসতে পারে। সে কারণেই অনেক স্কলার বলেছেন যে, যে ব্যক্তি অপর কোনো ব্যক্তির উপর বদনজর দেয়, তার জন্য অযু করা বাধ্যতামূলক।কারণ আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন:“যদি তোমাকে কেউ ধৌত করতে বলে, তাহলে তার জন্য তুমি তা করবে।”তিনি এ ধরনের ব্যক্তিকে ধৌত করার নির্দেশ দিয়েছেন, এবং তার নির্দেশ পালন করা বাধ্যতামূলক।

সেটিংস

বর্তমান ভাষা