পরিচ্ছেদ: বিবিধ আদব ও শিষ্টাচার বিষয়ক দোয়া সমূহ

৪৮২. ক্রোধ নিয়ন্ত্রণের দোয়া

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

আ'ঊযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম

অনুবাদ

আমি আল্লাহ্‌র আশ্রয় গ্রহণ করছি বিতাড়িত শয়তান থেকে।

সুলাইমান ইবনু সূরাদ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেছেন, এ কথাগুলি বললে ক্রোধান্বিত ব্যক্তির ক্রোধ দূরীভূত হবে। আমরা দেখেছি, ক্রোধ দমন করা এবং যার উপরে রাগ হয়েছে তাকে ক্ষমা করা আল্লাহ্‌র রহমত লাভের অন্যতম পথ। কাজেই মুমিনের উচিত ক্রোধ অনুভব করলে অর্থের দিকে লক্ষ্য করে এ বাক্যটি বারবার বলা।

রেফারেন্সবুখারীঃ ৩২৮২

৪৮৩. কাউকে গালি দিলে/কটুবাক্য বললে তার জন্য দোয়া

اَللَّهُمَّ فَأَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهُ فَاجْعَلْ ذَلِكَ لَهُ قُرْبَةً إِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ

اَللّٰهُمَّ فَاَيُّمَا مُؤْمِنٍ سَبَبْتُهٗ فَاجْعَلْ ذٰلِكَ لَهٗ قُرْبَةً اِلَيْكَ يَوْمَ الْقِيَامَةِ

আল্লা-হুম্মা, ফাআইউমা- মুঅ্‌মিনীন সাবাব্‌তুহূ ফাজ্‌'আল্‌ যা-লিকা লাহু ক্কুরবাতান ইলাইকা ইয়াওমাল ক্কিয়া-মাহ

অনুবাদ

হে আল্লাহ্‌, যে কোন মুমিন বান্দাকে আমি কটুবাক্য বলে থাকলে বা গালি দিয়ে থাকলে, তা তার জন্য কিয়ামতের দিন আপনার নৈকট্যের মাধ্যম করে দিন।

রেফারেন্সবুখারীঃ ৬৩৬১

৪৮৪. আল্লাহ্‌র সাড়া লাভ ও ক্ষমা লাভের দোয়া

لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَاللّٰهُ اَكْبَرُ، لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ، لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَحْدَهٗ لَا شَرِيْكَ لَهٗ، لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ، لَا اِلٰهَ اِلَّا اللّٰهُ وَلَا حَوْلَ وَلَا قُوَّةَ اِلَّا بِاللّٰهِ

লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াল্লা-হু আকবার'। লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া’হদাহু। লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়া‘হদাহু লা- শারীকা লাহু। লা- ইলা-হা ইল্লাল্লা-হু লাহুল মুলকু ওয়া লাহুল ‘হামদু। লা- ইলা-হা ইল্লাল্লা-হু ওয়ালা- ‘হাওলা ওয়ালা- ক্বুওয়্যাতা ইল্লা বিল্লা-হ।

অনুবাদ

আল্লাহ্‌ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই এবং আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ। আল্লাহ্‌ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, তিনি একক। আল্লাহ্‌ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, তিনি একক, তার কোনো শরীক নেই। আল্লাহ্‌ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই, রাজত্ব তারই এবং প্রশংসা তারই। আল্লাহ্‌ ছাড়া কোন প্রকৃত মাবুদ নেই কোনো অবলম্বন নেই, কোনো ক্ষমতা নেই আল্লাহ্‌র (সাহায্য) ছাড়া।

আবু সাঈদ খুদরী (রাঃ) ও আবু হুরাইরা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, যখন কোনো বান্দা এ বাক্যগুলো বলে তখন আল্লাহ্‌ তাঁর ডাকে সাড়া দেন এবং যদি কেউ অসুস্থ অবস্থায় এ কথাগুলি বলে এরপর সে মৃত্যুরণ করে তবে আগুন তাকে স্পর্শ করবে না।

রেফারেন্সসহীহ। তিরমিযীঃ ৩৪৩০

সেটিংস

বর্তমান ভাষা