পরিচ্ছেদ: সালাম বিষয়ক আদব

৪৮০. সালামের প্রসার

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ

আস-সালা-মু ‘আলাইকুম ওয়া রা’হমাতুল্লা-হি ওয়া বারাকা-তুহ

অনুবাদ

আপনার উপর আল্লাহ্‌র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক

রাসূলুল্লাহ্‌ (ﷺ) বলেন, “তোমরা ঈমানদার না হওয়া পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আর তোমরা পরস্পরকে না ভালোবাসা পর্যন্ত মুমিন হতে পারবে না। আমি কি তোমাদের এমন কিছু শিখিয়ে দিবো না যা করলে তোমরা পরস্পরকে ভালোবাসবে? (তা হলো) তোমরা নিজেদের মধ্যে সালামের ব্যাপক প্রসার ঘটাও।” [১] “তিনটি জিনিস যে ব্যক্তি একত্রিত করতে পারবে সে ঈমান একত্রিত করল- ১. নিজের ব্যাপারেও ইনসাফ করা, ২. জগতের সকলকে সালাম দেওয়া, আর ৩. অল্প সম্পদ থাকা সত্ত্বেও তা থেকে ব্যয় করা [২] ‘আবদুল্লাহ ইবনে ‘আমর (রাঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবী (ﷺ)-কে জিজ্ঞেস করলো, ইসলামের কোন কাজটি শ্রেষ্ঠ? নবী (ﷺ) বললেন, “তুমি খাবার খাওয়াবে এবং তোমার পরিচিত-অপরিচিত সকলকে সালাম দিবে।” [৩]

রেফারেন্স[১] মুসনাদ আহমদ ১৪৩০ [২] সহীহ বুখারী (ফাতহুল বারী ) ১/৮২ [৩] সহীহ বুখারী (ফাতহুল বারী) ১/৫৫

৪৮১. অমুসলিম সালাম দিলে কীভাবে জবাব দিবে

অমুসলিম ব্যক্তি সালাম দিলে তার উত্তরে বলতে হবে -

وَعَلَيْكُمْ

وَعَلَيْكُمْ

ওয়া ‘আলাইকুম

অনুবাদ

আর তোমাদেরও উপর

রেফারেন্সবুখারীঃ ৬২৫৮

৯০৪. সালামের পদ্ধতি

ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, এক লোক নবী (ﷺ) এর নিকট এসে বললো -

اَلسَّلَامُ عَلَيْكُمْ

اَلسَّلَامُ عَلَيْكُمْ

আস্‌সালামু ‘আলাইকুম

অনুবাদ

আপনার উপর আল্লাহ্‌র শান্তি বর্ষিত হোক


এরপর আরেকজন এসে বললো -

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ

আস্‌সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহ

অনুবাদ

আপনার উপর আল্লাহ্‌র শান্তি ও রহমত বর্ষিত হোক


অতঃপর আরেকজন এসে বললো -

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ

اَلسَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللّٰهِ وَبَرَكَاتُهُ

আস্‌সালামু ‘আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু

অনুবাদ

আপনার উপর আল্লাহ্‌র শান্তি, রহমত ও বরকত বর্ষিত হোক

তিনি তার জবাব দিলেন। লোকটি বসলো। তিনি বললেনঃ দশ নেকি!

রেফারেন্সসহিহ। আবু দাউদঃ ৫১৯৫

সেটিংস

বর্তমান ভাষা