পরিচ্ছেদ: মজলিস / বৈঠক শেষের দোয়া
৪৭৪. মজলিসে যা বলতে হয়
رَبِّ اغْفِرْ لِي وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الْغَفُورُ
رَبِّ اغْفِرْ لِيْ وَتُبْ عَلٰىَّ اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الْغَفُوْرُ
রব্বিগফির লী ওয়াতুব ‘আলাইয়্যা, ইন্নাকা আনতাত্ তাউওয়া-বুল গাফূর
হে আমার রব্ব! আপনি আমাকে মাফ করুন এবং তাওবাহ কবুল করুন; নিশ্চয় আপনিই তাওবা কবুলকারী ক্ষমাশীল।
ইবনু উমর (রাঃ) বলেন, গণনা করে দেখা যেতো যে, রাসূলুল্লাহ্ (ﷺ) এক বৈঠক থেকে উঠে যাবার পূর্বে একশবার এই দোয়া পড়তেন-(উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)
৪৭৫. বৈঠকের শেষে কাফ্ফারা হিসেবে দোয়া
سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ
سُبْحَانَكَ اللّٰهُمَّ وَبِحَمْدِكَ، اَشْهَدُ اَنْ لَّا اِلٰهَ اِلَّا اَنْتَ، اَسْتَغْفِرُكَ وَاَتُوْبُ اِلَيْكَ
সুব্হা-নাকা আল্লা-হুম্মা ওয়া বি'হামদিকা আশহাদু আল্লা- ইলা-হা ইল্লা- আনতা আস্তাগফিরুকা ওয়া আতূবু ইলাইকা
হে আল্লাহ্! আমি আপনার প্রশংসা সহকারে আপনার পবিত্রতা ঘোষণা করি। আমি সাক্ষ্য দেই যে, আপনি ছাড়া হক্ব কোনো ইলাহ নেই। আমি আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আপনার নিকট তাওবা করি।
আয়েশা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখনই কোনো মজলিসে বসেছেন, অথবা কুরআন তেলাওয়াত করেছেন, অথবা সালাত আদায় করেছেন, তখনই তা কিছু বাক্যের মাধ্যমে শেষ করেছেন-(উপরে দোয়াটি উল্লেখিত হয়েছে)