পরিচ্ছেদ: যদি কারো কাছে গুল জ্বিন উপস্থিত হয় তখন তার কী বলা উচিত

১২৩

গুল (আরবি গুল, বহুবচন গিলাম) হল এক ধরনের জ্বিন, এবং বলা হয়ে থাকে এরা হল জ্বিনদের জাদুকর। তারা বিভিন্ন রূপে হাজির হতে পারে, কিন্তু তাদের অনিষ্টতা আযান দিলেই দূর হয়ে যাবে।জাবির (রাঃ) থেকে বর্ণিত,“তোমার কাছে যদি গুল জ্বিন হাজির হয়, তাহলে তুমি সঙ্গে সঙ্গে আযান দেবে।” [ইবনে আল সুন্নি, বাবু ইযা তাগাওয়ালাত আল গীলান, পৃ-১৫৩, নং-৫২৪]কারণ আযান শয়তানকে পালাতে বাধ্য করে।

সেটিংস

বর্তমান ভাষা