পরিচ্ছেদ: মানসিক রোগের চিকিৎসায় আল কুরআন মহৌষধ

১০৫

ইমাম জাফর সাদেক (রহ) বলেন, আমি আশ্চর্যান্বিত হই ঐ ব্যক্তির ব্যাপারে, যে ভীতস্বন্ত্রস্ত হলো, অথচ আল্লাহ তা'আলার বাণী,حَسْبُنَا اللَّـهُ وَنِعْمَ الْوَكِيلُঅর্থঃ “আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক’!” (সূরা আলে ইমরান ৩:১৭৩)এই আয়াতটির শরণাপন্ন হলো না। কেননা, আমি এরপরই আল্লাহ তা'আলার এ বাণী দেখেছি,فَانقَلَبُوا بِنِعْمَةٍ مِّنَ اللَّـهِ وَفَضْلٍঅর্থঃ “অতঃপর তারা ফিরে এসেছে আল্লাহর পক্ষ থেকে নিআমত ও অনুগ্রহসহ।” (সূরা আলে ইমরান ৩:১৭৪)আমি বিস্মিত হই ঐ ব্যক্তির ব্যাপারে, যে পেরেশানিতে নিমজ্জিত হলো, অথচ আল্লাহ তা'আলার এই বাণীর আশ্রয় নিল না,لَا إِلَـٰهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَঅর্থঃ “আপনি ছাড়া কোন (সত্য) ইলাহ নেই’। আপনি পবিত্র মহান। নিশ্চয় আমি ছিলাম যালিম” (সূরা আম্বিয়া ২১:৮৭)কারণ, আমি এরপরই আল্লাহর ঐ বাণী দেখেছি,فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ ۚ وَكَذَٰلِكَ نُنجِي الْمُؤْمِنِينَঅর্থঃ অতঃপর আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম এবং দুশ্চিন্তা থেকে তাকে উদ্ধার করেছিলাম। আর এভাবেই আমি মুমিনদেরকে উদ্ধার করে থাকি। (সূরা আম্বিয়া ২১:৮৮)আমি অবাক হই ঐ ব্যক্তির ব্যাপারে, যে ধোঁকাবাজদের ধোঁকা আর চক্রান্তকারীদেরা চক্রান্তের শিকার হলো, অথচ আল্লাহ তা'আলার ঐ কথার দ্বারস্থ হলো না যে,وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّـهِ ۚ إِنَّ اللَّـهَ بَصِيرٌ بِالْعِبَادِঅর্থঃ “আর আমার বিষয়টি আমি আল্লাহর নিকট সমর্পণ করছি; নিশ্চয় আল্লাহ তাঁর বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা।’” (সূরা মুমিন ৪০:৪৪)কেননা, আমি এরপরেই দেখেছি আল্লাহ তা'আলার বাণী,فَوَقَاهُ اللَّـهُ سَيِّئَاتِ مَا مَكَرُوا ۖ وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِঅর্থঃ “অতঃপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন আর ফির‘আউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব।” (সূরা মুমিন ৪০:৪৫)আবুল ফিদা (রহ) বলেন, আর আমি আল্লাহর বান্দা, স্বীয় গুনাহ স্বীকারকারী, তার রহমত ও ক্ষমা প্রত্যাশী, এর সাথে আর একটি যোগ করে বলছি, আমি বিস্ময় বোধ করি ঐ ব্যক্তির ব্যাপারে, যে রোগাক্রান্ত হয়েছে অথচ আল্লাহ তা'আলার ঐ কথা থেকে সাহায্য নিল না যে,أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَঅর্থঃ “আমি দুঃখ-কষ্টে পতিত হয়েছি। আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।” (সূরা আম্বিয়া ২১:৮৩)কেননা, এরপরের আয়াতেই আমি আল্লাহর বাণী দেখেছি,فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِن ضُرٍّ ۖ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِندِنَا وَذِكْرَىٰ لِلْعَابِدِينَঅর্থঃ “তখন আমি তার ডাকে সাড়া দিলাম। আর তার যত দুঃখ-কষ্ট ছিল তা দূর করে দিলাম এবং তার পরিবার-পরিজন তাকে দিয়ে দিলাম। আর তাদের সাথে তাদের মত আরো দিলাম আমার পক্ষ থেকে রহমত এবং ইবাদাতকারীদের জন্য উপদেশস্বরূপ।” (সূরা আম্বিয়া ২১:৮৪)

সেটিংস

বর্তমান ভাষা