পরিচ্ছেদ: যার কাছে শয়তান উপস্থিত হয় তার যা অনুসরণ করা উচিত

১২২

১. প্রথমেই তাকে বলতে হবেأَعُوذُ بِاللَّهِ السَّمِيْعِ الْعَلِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِউচ্চারণঃ আ‘ঊযু বিল্লা-হিস্‌ সামি‘ইল-‘আলীমি মিনাশ শাইত্বা-নির রাজীমঅর্থঃ আমি সর্বশ্রোতা সর্বজ্ঞাতা মহান আল্লাহ তা'আলার কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় চাচ্ছি।২. তাকে নিয়মিত কুরআন তেলাওয়াত শুনতে হবে। ৩. তাকে নিয়মিত সালাতের জন্য আযান দিতে হবে।আবুদ দারদা থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আল্লাহর রাসূল (ﷺ) সালাতের জন্য উঠে দাঁড়ালেন, এবং তখন আমরা তাকে বলতে শুনলাম: “আমি আল্লাহর কাছে তোমার হাত থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করছি।” অতঃপর তিনি তিনবার বললেন: “আমি আল্লাহর অভিশাপে তোমাকে অভিসম্পাত করছি।” অতঃপর তিনি তাঁর হাত বাড়িয়ে দিলেন, মনে হল তিনি কিছু একটা নেয়ার চেষ্টা করছেন। তাঁর প্রার্থনা শেষ হলে আমরা বললাম: হে আল্লাহর রাসূল (ﷺ), দোয়ার মাঝে আপনি এমন কিছু কথা বলেছেন যা আমরা ইতোপূর্বে আপনার মুখ থেকে শুনিনি এবং আমরা লক্ষ্য করলাম, আপনি আপনার হাত সামনে প্রসারিত করেছেন।” তখন তিনি বললেনঃإِنَّ عَدُوَّ اللَّهِ إِبْلِيْسَ جَاءَ بِشِهَابٍ مِنْ نَارٍ لِيَجْعَلَهُ فِى وَجْهِى فَقُلْتُ أَعُوْذُ بِاللَّهِ مِنْكَ. ثَلَاثَ مَرَّتٍ ثُمَّ قُلْتُ أَلْعَنُكَ بِلَعْنَةِ اللَّهِ التَّامَّةِ فَلَمْ يَسْتَأْخِرْ ثَلَاثَ مَرَّتٍ ثُمَّ أَرَدْتُ أَخْذَهُ وَاللَّهِ لَوْ لَا دَعْوَةُ أَخِيْنَا سُلَيْمَانَ لأَصْبَحَ مُوثَقًا بَلْعَبُ بِهِ وِلْدَانُ أَهْلِ الْمَدِيْنَةِ“আল্লাহর শত্রু ইবলিস আগুনের একটি কুন্ডলি নিয়ে এসেছিল আমার মুখে নিক্ষেপ করার জন্য এবং আমি তিনবার বললাম: “আমি আল্লাহর কাছে তোমার হাত থেকে বাঁচার জন্য আশ্রয় প্রার্থনা করছি।” অতঃপর আমি তিনবার বললাম: “আমি আল্লাহর অভিশাপে তোমাকে অভিসম্পাত করছি।” এরপর সে তিনবার ফিরে যাওয়ার চেষ্টা করল। আর আমি তাকে আটক করতে চাইলাম, সেজন্যই হাত প্রসারিত করেছি, আল্লাহর শপথ, এটা যদি আমার ভাই সুলায়মানের (আঃ) প্রার্থনা না হত, তাহলে এ সকালেই আমি তাকে বেঁধে ফেলতাম এবং মদীনার শিশুরা তাকে নিয়ে খেলা করত। [সহীহ মুসলিম, বাব জাওয়ায় লা'নাশ শায়তান, ১/১৮৫, নং-৪০]সাহল বিন আবু সালিহ থেকে বর্ণিত, তিনি বলেন: আমার পিতা আমাকে বনু হারিসায় প্রেরণ করলেন, আমার সঙ্গে আমাদের কিছু দাস অথবা বন্ধু ছিল। পথিমধ্যে দেয়ালের পেছন থেকে কেউ একজন তার নাম ধরে ডাকল, ডাক শুনে আমার সঙ্গীদের একজন দেয়ালের উপর দিয়ে পেছনে তাকাল, কিন্তু কিছু দেখতে পেল না। আমি এ ব্যাপারে আমার পিতাকে বললাম এবং তিনি বললেন: ‘আমি যদি বুঝতে পারতাম যে, তোমার ক্ষেত্রে এমনটা ঘটবে তাহলে আমি তোমাকে সেখানে পাঠাতাম না। কিন্তু তুমি যদি কোনো কণ্ঠস্বর শুনতে পাও, তাহলে আযান দিবে, কারণ আমি আবূ হুরায়রাহকে (রাঃ) বর্ণনা করতে শুনেছি, আল্লাহর রাসূল (ﷺ) বলেছেন:إِنَّ الشَّيْطَانَ إِذَا نُودِىَ بِالصَّلَاةِ أَدْبَرَ“আযান দেয়া হলে শয়তান দৌড়ে পালায়।” [সহীহ মুসলিম, কিতাবুস সালাহ, বাবুল ফাদলুল আযান ওয়া হুরুবুশ শায়তান, ১/২৯০-২৯১]

সেটিংস

বর্তমান ভাষা