পরিচ্ছেদ: মসজিদে বেচাকেনা করা

১৮৫. যে ব্যক্তি মসজিদে বেচাকেনা করে, তার ব্যাপারে দোয়া

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, আল্লাহ্‌র রাসূল (ﷺ) বলেন, 'যখন তোমরা মসজিদের ভেতর কাউকে বেচাকেনা করতে দেখবে, তখন বলবে -

لَا أَرْبَحَ اللَّهُ تِجَارَتَكَ

لَا اَرْبَحَ اللّٰهُ تِجَارَتَكَ

লা আর্‌বা-'হা আল্লাহু তিজা‘রাতাকা

অনুবাদ

আল্লাহ্‌ তোমার ব্যাবসাতে মুনাফা না দিক!

এর কারণ, মসজিদগুলো এ উদ্দেশ্যে বানানো হয়নি।

রেফারেন্সসহিহ। তিরমিযিঃ ১৩২১

সেটিংস

বর্তমান ভাষা