পরিচ্ছেদ: মসজিদে প্রবেশ

১৭৫. মসজিদে প্রবেশের দোয়া #১

بِسْمِ اللَّهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللَّهِ، اَللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

بِسْمِ اللّٰهِ، وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ، اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ

বিসমিল্লা-হি; ওয়াসসালাতু ওয়াসসালা-মু ‘আলা রাসূলিল্লা-হ; আল্লা-হুম্মাফ্‌তা'হ লী আবওয়া-বা রাহ্‌মাতিক

অনুবাদ

আল্লাহ্‌র নামে (প্রবেশ করছি), সালাত ও সালাম আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর উপর, হে আল্লাহ্‌! আপনি আমার জন্য আপনার রহমতের দরজাসমূহ খুলে দিন।

রেফারেন্সসহীহ। আবূ দাঊদঃ ৪৬৫, মুসলিমঃ ৭১৩

১৭৬. মসজিদে প্রবেশের দোয়া #২

আল্লাহ্‌র রাসূল (ﷺ) মসজিদে প্রবেশ করার সময় বলতেন -

بِسْمِ اللَّهِ اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، اَللَّهُمَّ افْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

بِسْمِ اللّٰهِ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ، اَللّٰهُمَّ افْتَحْ لِيْ اَبْوَابَ رَحْمَتِكَ

বিসমিল্লা-হি আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদ, আল্লা-হুম্মাফ্‌ তা'হ্ লী আবওয়া-বা রাহ্‌মাতিক

অনুবাদ

আল্লাহ্‌র নামে (প্রবেশ করছি)। হে আল্লাহ্‌! মুহাম্মাদ (ﷺ)-এর উপর শান্তি বর্ষণ করো৷ হে আল্লাহ্‌! আমার জন্য তোমার রহমতের দরজাগুলো খুলে দাও!

রেফারেন্সহাসান। ইবনুস সুন্নিঃ ৮৮, মুসলিমঃ ৭১৩

১৭৭. মসজিদে প্রবেশের দোয়া #৩

রাসূল (ﷺ) যখন মসজিদে প্রবেশ করতেন, দরূদ পাঠ করতেন। অতঃপর বলতেন -

اَللَّهُمَّ اغْفِرْ لِي ذُنُوْبِي وَافْتَحْ لِي أَبْوَابَ رَحْمَتِكَ

اَللّٰهُمَّ اغْفِرْ لِىْ ذُنُوْبِىْ وَافْتَحْ لِىْ اَبْوَابَ رَحْمَتِكَ

আল্লা-হুম্মাগ্‌ফির্‌লী যুনূবী ওয়াফ্‌তা'হ্‌লী আব্ওয়া-বা রহ্‌মাতিক

অনুবাদ

হে আল্লাহ্‌! আমার পাপসমূহ ক্ষমা করে দাও এবং আমার জন্য তোমার রহমতের দরজাসমূহ খুলে দাও।

রেফারেন্সসহীহ। ইবনু মাজাহঃ ৭৭১

সেটিংস

বর্তমান ভাষা