পরিচ্ছেদ: মসজিদ থেকে বের হওয়া

১৭৯. মসজিদ থেকে বের হওয়ার দোয়া #১

কিছু হাদীস সমূহ একত্রিত করলে মসজিদ থেকে বের হওয়ার দোয়া হবে নিম্নরূপ -

بِسْمِ اللَّهِ اَللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ، اَللَّهُمَّ إِنِّيْ أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ

بِسْمِ اللّٰهِ اَللّٰهُمَّ صَلِّ عَلٰى مُحَمَّدٍ، اَللّٰهُمّ َاِنِّيْ اَسْاَلُكَ مِنْ فَضْلِكَ

বিসমিল্লা-হি আল্লা-হুম্মা সাল্লি ‘আলা মুহাম্মাদ, আল্লা-হুম্মা ইন্নী আস্‌আলুকা মিন ফাদ্বলিক

অনুবাদ

আল্লাহ্‌র নামে (বের হচ্ছি)। হে আল্লাহ্‌! মুহাম্মাদ (ﷺ)-এর উপর শান্তি বর্ষণ করো। হে আল্লাহ্‌! আমি তোমার কাছে তোমার করুণা চাই।

রেফারেন্সহাসান। ইবনুস সুন্নিঃ ৮৮, মুসলিমঃ ৭১৩

১৮০. মসজিদ থেকে বের হওয়ার দোয়া #২

বাম পা দিয়ে শুরু করবে এবং বলবে -

بِسْمِ اللَّهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلَى رَسُوْلِ اللَّهِ، اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ مِنْ فَضْلِكَ، اَللَّهُمَّ اعْصِمْنِي مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

بِسْمِ اللّٰهِ وَالصَّلَاةُ وَالسَّلَامُ عَلٰى رَسُوْلِ اللّٰهِ، اَللّٰهُمَّ اِنِّي اَسْاَلُكَ مِنْ فَضْلِكَ، اَللّٰهُمَّ اعْصِمْنِيْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

বিস্‌মিল্লা-হি ওয়াস্‌সালা-তু ওয়াস্‌সালা-মু ‘আলা রাসূলিল্লাহ, আল্লা-হুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদ্বলিক, আল্লা-হুম্মা আ‘সিমনি মিনাশ শাইত্বানির রাজীম

অনুবাদ

আল্লাহ্‌র নামে (বের হচ্ছি)। আল্লাহ্‌র রাসূল (ﷺ)-এর উপর শান্তি বর্ষিত হোক। হে আল্লাহ্‌! আপনি আমার গুনাসমূহ মাফ করে দিন এবং আমার জন্য আপনার দয়ার দরজাগুলো খুলে দিন। হে আল্লাহ্‌, আমাকে বিতাড়িত শয়তান থেকে হেফাযত করুন।

রেফারেন্সসহিহ। ইবন মাজাহ্ঃ‌ ৭৭৩

১৮১. মসজিদ থেকে বের হওয়ার দোয়া #৩

রাসূলুল্লাহ্‌ (ﷺ) মসজিদ থেকে বের হওয়ার সময় এ যিক্‌র পাঠ করতে নির্দেশ দিয়েছেন -

اَللَّهُمَّ أَجِرْنِيْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

اَللّٰهُمَّ اَجِرْنِيْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ

আল্লা-হুম্মা, আজিরনী মিনাশ শায়ত্বা-নির রাজীম

অনুবাদ

হে আল্লাহ্‌ আমাকে বিতাড়িত শয়তান থেকে রক্ষা করুন

রেফারেন্সসহীহ (ইবনে হিব্বান)। ইবনে হিব্বানঃ ২০৪৭

সেটিংস

বর্তমান ভাষা