পরিচ্ছেদ: মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেওয়া
১৮৪. যে ব্যক্তি মসজিদে হারানো বিজ্ঞপ্তি দেয়, তার ব্যাপারে দোয়া
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, “যে ব্যক্তি শুনতে পায় যে, কেউ মসজিদের ভেতর হারানো-বিজ্ঞপ্তি ঘোষণা করছে, তখন সে যেন বলে -
لَا رَدَّهَا اللَّهُ عَلَيْكَ
لَا رَدَّهَا اللّٰهُ عَلَيْكَ
লা- রদ্দা-হা আল্লাহু আলাইক
অনুবাদ
আল্লাহ্ তোমাকে এটি ফিরিয়ে না দিক!
এর কারণ, মসজিদগুলো এ উদ্দেশ্যে বানানো হয়নি।
রেফারেন্সসহীহ। তিরমিজিঃ ১৩২১