পরিচ্ছেদ: শিশুর জানাযায় দোয়া সমূহ
৩০৪. শিশুর জানাযায় দোয়া #১
নিম্নোক্ত দোয়াটি উত্তম -
اَللَّهُمَّ اجْعَلْهُ فَرَطًا وَذُخْرًا لِوَالِدَيْهِ، وَشَفِيعًا مُجَابًا، اَللَّهُمَّ ثَقِّلْ بِهِ مَوَازِينَهُمَا، وَأَعْظِمْ بِهِ أُجُورَهُمَا، وَأَلْحِقْهُ بِصَالِحِ الْمُؤْمِنِينَ، وَاجْعَلْهُ فِي كَفَالَةِ إِبْرَاهِيمَ، وَقِهِ بِرَحْمَتِكَ عَذَابَ الْجَحِيمِ، وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ، وَأَهْلًا خَيْرًا مِنْ أَهْلِهِ، اَللَّهُمَّ اغْفِرْ لِأَسْلَافِنَا، وَأَفْرَاطِنَا، وَمَنْ سَبَقَنَا بِالْإِيمَانِ
اَللّٰهُمَّ اجْعَلْهُ فَرَطًا وَّذُخْرًا لِّوَالِدَيْهِ، وَشَفِيْعًا مُّجَابًا، اَللّٰهُمَّ ثَقِّلْ بِهٖ مَوَازِيْنَهُمَا، وَاَعْظِمْ بِهٖ اُجُوْرَهُمَا، وَاَلْحِقْهٗ بِصَالِحِ الْمُؤْمِنِيْنَ، وَاجْعَلْهٗ فِيْ كَفَالَةِ اِبْرَاهِيْمَ، وَقِهٖ بِرَحْمَتِكَ عَذَابَ الْجَحِيْمِ، وَاَبْدِلْهٗ دَارًا خَيْرًا مِّنْ دَارِهٖ، وَاَهْلًا خَيْرًا مِّنْ اَهْلِهٖ، اَللّٰهُمَّ اغْفِرْ لِاَسْلَافِنَا، وَاَفْرَاطِنَا، وَمَنْ سَبَقَنَا بِالْاِيْمَانِ
আল্লা-হুম্মাজ‘আলহু ফারাত্বান ওয়া যুখরান লিওয়া-লিদায়হি, ওয়াশাফী‘আন মুজা-বান। আল্লা-হুম্মা ছাক্কিল বিহী মাওয়া-ঝীনাহুমা-, ওয়াআ‘যিম বিহী উজূরাহুমা-, ওয়া আলহিক্বহু বিসা-লি'হিল মু’মিনীন, ওয়া-জ‘আলহু ফী কাফা-লাতি ইবরা-হীমা, ওয়াক্বিহি বিরা'হমাতিকা ‘আযা-বাল জা'হীম, ওয়া আবদিলহু দা-রান খাইরান মিন দা-রিহি, ওয়া আহলান খায়রান মিন আহলিহি, আল্লা-হুম্মাগফির লিআসলা-ফিনা ওয়া আফরা-ত্বিনা- ওয়া মান সাবাক্বানা- বিল ঈমা-ন
হে আল্লাহ্, তাকে তার পিতা-মাতার জন্য অগ্রগামী প্রতিনিধির সওয়াব ও সযত্নে গচ্ছিত সওয়াব হিসেবে কবুল করুন। আর তাকে এমন শাফা‘আতকারী বানান, যার শাফা‘আত কবুল হয়। হে আল্লাহ্, এ শিশুর দ্বারা তার পিতা মাতার ওজনসমূহ আরও ভারী করে দিন। আর এর দ্বারা তাদের দু’জনের সওয়াব আরও বাড়িয়ে দিন। আর তাকে নেককারদের সঙ্গী-সাথী বানান এবং তাকে ইবরাহীম আলাইহিস সালামের যিম্মায় রাখুন। আর আপনার রহমতের অসীলায় তাকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। তাকে তার এ বাসস্থানের পরিবর্তে উত্তম বাসস্থান প্রদান করুন, এখানকার পরিবার-পরিজনের পরিবর্তে উত্তম পরিবার-পরিজন প্রদান করুন। হে আল্লাহ্, আমাদের পূর্ববর্তী নর-নারী ও নাবালক অগ্রগামী সন্তান-সন্ততিদের মাফ করুন এবং যারা ঈমান সহকারে আমাদের পূর্বে মারা গেছে তাদেরকেও।
৩০৫. শিশুর জানাযায় দোয়া #২
اَللَّهُمَّ أَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ
اَللّٰهُمَّ اَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ
আল্লা-হুম্মা আ‘য়িযহু মিন 'আযা-বিল ক্বাবর
হে আল্লাহ্! এ শিশুকে কবরের আযাব থেকে রক্ষা করুন।
সাঈদ ইবনুল মুসাইয়িব (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, “আবূ হুরায়রা (রাঃ)-এর পেছনে আমি এক শিশুর জানাযা আদায় করি, যে কখনও কোনও গোনাহ করেনি। সেখানে আমি আবূ হুরায়রা (রাঃ)-কে বলতে শুনি- (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
৩০৬. শিশুর জানাযায় দোয়া #৩
প্রসিদ্ধ তাবিয়ী হাসান বসরী (রাহ) অপ্রাপ্ত বয়স্ক শিশুর জানাযায় সূরা ফাতিহা পাঠ করতেন এবং নিম্নের দোয়াটি পাঠ করতেন -
اَللَّهُمَّ اجْعَلْهُ لَنَا سَلَفًا وَّفَرَطًا وَّأَجْرًا
اَللّٰهُمَّ اجْعَلْهُ لَنَا سَلَفًا وَّفَرَطًا وَّاَجْرًا
আল্লা-হুম্মাজ 'আলহূ লানা- সালাফাও ওয়া ফারাত্বাও ওয়া আজরান
হে আল্লাহ্, আপনি এই শিশুকে আমাদের জন্য (জান্নাতের দিকে) অগ্রবর্তী, অগ্রগামী ও পুরস্কার হিসেবে সংরক্ষিত করুন।