পরিচ্ছেদ: রাগান্বিত অবস্থায় দোয়া সমূহ

৩৭৪. রাগান্বিত হলে যা পড়তে হয়

أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ

اَعُوْذُ بِاللّٰهِ مِنْ الشَّيْطَانِ الرَّجِيْمِ

আ‘উযু বিল্লা-হি মিনাশ শাইত্বা-নির রাজীম

অনুবাদ

আমি আল্লাহ্‌র কাছে বিতাড়িত শয়তান থেকে আশ্রয় চাই।

আল্লাহ্‌ তা'আলা বলেন - আর যদি শয়তানের পক্ষ থেকে কোন কুমন্ত্রণা কখনো তোমাকে প্ররোচিত করে, তাহলে তুমি আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করবে। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞাত।

রেফারেন্সহা-মীম সাজদাহঃ ৪১:৩৬

৩৭৫. রাগ দমনের প্রার্থনা #১

সুলাইমান ইবনু সুরাদ (রাঃ) বলেনঃ দু‘জন লোক নবী (ﷺ)-এর সম্মুখে পরস্পর গালাগালি করছিল। তাদের একজন এতই রাগান্বিত হয়েছিলো যে, তার চেহারা ফুলে বিগড়ে গিয়েছিল। তখন নবী (ﷺ) বললেনঃ "আমি অবশ্যই একটিই কালেমা জানি। সে ঐ কালেমাটি পড়লে তার রাগ চলে যেত"। তখন এক লোক তার কাছে গিয়ে নবী (ﷺ)-এর ঐ কথাটি তাকে জানালো আর বললো যে, "তুমি শয়তান থেকে আশ্রয় চাও"। তখন সে বললোঃ "আমার মধ্যে কি কোন রোগ দেখতে পাচ্ছ? আমি কি পাগল? চলে যাও তুমি।"

রেফারেন্সবুখারীঃ ৬০৪৮

৩৭৬. রাগ দমনের প্রার্থনা #২

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) বলেন, “সে শক্তিশালী নয়, যে (সব সময়) জয়ী থাকে; প্রকৃত শক্তিশালী সে-ই, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারে।"

রেফারেন্সবুখারীঃ ৬১১৪

সেটিংস

বর্তমান ভাষা