পরিচ্ছেদ: অন্তরে কুমন্ত্রণা অনুভব করলে
৩৬৯. অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #১
أَعُوْذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ
اَعُوْذُ بِاللّٰهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
আ‘উযু বিল্লা-হি মিনাশ্ শাইত্বা-নির রাজীম
বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চাই।
আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, “শয়তান তোমাদের কারও কারও কাছে এসে বলে, ‘এটি কে সৃষ্টি করেছে? ওটি কে সৃষ্টি করেছে?' একপর্যায়ে বলে, তোমার রবকে কে সৃষ্টি করেছে?' ওই পর্যায়ে পৌঁছে গেলে, সে যেন বলে - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
৩৭০. অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #২
آمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِ
اٰمَنْتُ بِاللّٰهِ وَرُسُلِهٖ
আ-মানতু বিল্লা-হি ওয়া রুসূলিহি
আমি আল্লাহ্ ও তাঁর রাসূলদের মেনে নিয়েছি।
আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ্র রাসূল (ﷺ) বলেছেন, “লোকজন পরস্পরকে একের-পর-এক প্রশ্ন করতেই থাকে; একপর্যায়ে এমন কথাও বলা হয়, আল্লাহ্ তো সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তা হলে আল্লাহ্কে সৃষ্টি করল কে? যার মনে এ ধরনের কোনও প্রশ্ন সৃষ্টি হয়, সে যেন বলে - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে)
৩৭১. অন্তরে কুমন্ত্রণা অথবা ঈমানে সন্দেহ দেখা দিলে #৩
اَللَّهُ أَحَدٌ، اللَّهُ الصَّمَدُ، لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ
اَللّٰهُ اَحَدٌ اَللّٰهُ الصَّمَدُ لَمْ یَلِدْ وَلَمْ یُوْلَدْ وَلَمْ یَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ
আল্লা-হু আহাদ। আল্লাহুস্ সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ
আল্লাহ্ এক ও অদ্বিতীয়, আল্লাহ্ অমুখাপেক্ষী, তিনি (কাউকে) জন্ম দেননি, জন্মও নেননি, তাঁর সমকক্ষ কেউ নেই।
আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আল্লাহ্র রাসূল (ﷺ)-কে বলতে শুনেছি, “কিছুদিন পরেই লোকজন পরস্পরকে একের-পর-এক প্রশ্ন করতে থাকবে; এমনকি তাদের কোনও একজন প্রশ্ন করে বসবে আচ্ছা, আল্লাহ্ তো সকল সৃষ্টিকে সৃষ্টি করেছেন, তা হলে আল্লাহ্কে সৃষ্টি করল কে? লোকজন এমন কথা বললে, তোমরা বলো - (দোয়াটি উপরে উল্লেখিত হয়েছে) এরপর সে যেন তার বামদিকে তিনবার থুতু ছিটায়, শয়তান থেকে আল্লাহ্র কাছে আশ্রয় চায়।