পরিচ্ছেদ: সন্তানের নিরাপত্তা সম্পর্কিত দোয়া সমূহ

৩৬০. নবজাতকের ব্যপারে শয়তানের শত্রুতা

আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেন, “মানুষ যখন জন্মগ্রহণ করে, তখন তাদের প্রত্যেকের দু' পাশে শয়তান তার দু' আঙুল দিয়ে স্পর্শ করে, তবে ঈসা ইবনু মারইয়াম (আঃ) এর ব্যতিক্রম। শয়তান তাঁকে স্পর্শ করতে গিয়েছিল, (কিন্তু পারেনি), পরিশেষে সে তাঁর বহিরাবরণের পর্দা স্পর্শ করে।”

রেফারেন্সবুখারীঃ ৩২৮৬

৩৬১. নবজাতকের পিতার জন্য দোয়া ও তার জবাব #১

হুসাইন (রাঃ) থেকে বর্ণিত, তিনি এক ব্যক্তিকে অভিবাদন শেখাতে গিয়ে বলেন, তুমি বলবে -

بَارَكَ اللَّهُ لَكَ فِي الْمَوْهُوبِ لَكَ وَشَكَرْتَ الْوَاهِبَ وَبَلَغَ أَشُدَّهُ وَرُزِقْتَ بِرَّهُ

بَارَكَ اللّٰهُ لَكَ فِى الْمَوْهُوْبِ لَكَ وَشَكَرْتَ الْوَاهِبَ وَبَلَغَ اَشُدَّهٗ وَرُزِقْتَ بِرَّهٗ

বা-রাকাল্লাহু লাকা ফিল মাউহূবি লাকা, ওয়া শাকারতাল ওয়া-হিবা, ওয়া বালাগা আশুদ্দাহু, ওয়া রুঝিক্বতা বির্‌রাহু

অনুবাদ

আল্লাহ্‌ তোমাকে তোমার সন্তানের মধ্যে বরকত দিন! সন্তান-দানকারীর প্রতি তোমাকে কৃতজ্ঞ বানিয়ে দিন! (তোমার সন্তান) তারুণ্যে পৌঁছে যাক! তোমাকে তার সদাচরণ লাভের সুযোগ দেওয়া হোক!

রেফারেন্সসহিহ। আবু দাউদঃ ৪৪১‌

৩৬২. নবজাতকের পিতার জন্য দোয়া ও তার জবাব #২

অভিবাদন-জ্ঞাপনকারীকে এ ধরনের জবাব দেওয়া উত্তম -

بَارَكَ اللَّهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَزَاكَ اللَّهُ خَيْرًا وَرَزَقَكَ اللَّهُ مِثْلَهُ وَأَجْزَلَ اللَّهُ ثَوَابَكَ

بَارَكَ اللّٰهُ لَكَ وَبَارَكَ عَلَيْكَ وَجَزَاكَ اللّٰهُ خَيْرًا وَرَزَقَكَ اللّٰهُ مِثْلَهٗ وَاَجْزَلَ اللّٰهُ ثَوَابَكَ

বা-রাকাল্লা-হু লাকা ওয়া বা-রাকা ‘আলাইকা, ওয়া জাঝা-কাল্লা-হু খাইরান, ওয়া রাঝাক্বাকাল্লা-হু মিছলাহু ওয়া আজঝালাল্লা-হু ছাওয়া-বাকা

অনুবাদ

আল্লাহ্‌ তোমার জন্য বরকতের ফায়সালা করুন! তোমার উপর বরকত নাযিল করুন! আল্লাহ্‌ তোমাকে উত্তম প্রতিদান দিন! আল্লাহ্‌ তোমাকে অনুরূপ দান করুন! আল্লাহ্‌ তোমার সাওয়াব বাড়িয়ে দিন!

রেফারেন্সএটি ইমাম নাওয়াবী তার আল-আযকার গ্রন্থে পৃ. ২৫৬/৩৪৯ উল্লেখ করেছেন

সেটিংস

বর্তমান ভাষা