পরিচ্ছেদ: কুমন্ত্রণা পরিপূর্ণভাবে প্রত্যাখ্যান করা

১৭০

রোগীকে অবশ্যই এই কুমন্ত্রণাগুলোকে অবিরামভাবে প্রত্যাখ্যান করতে হবে এবং প্রতিবার-ই এটি করা গুরুত্বপূর্ণ।যখন কুমন্ত্রণা উপস্থিত হয়, নিম্নলিখিত পদক্ষেপগুলো পালন করুনঃ১. আল্লাহু আকবার বা সুবহানআল্লাহ বলে আল্লাহর মাহাত্ম্য ও তাঁর পবিত্রতার কথা স্মরণ করুন।২. আউযু বিল্লাহী মিনাশ-শায়তানির-রাজিম বা এরকম কিছু বলে শয়তানের কাছ থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করুন:أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيـمِউচ্চারণঃ আউযু বিল্লা-হি মিনাশ-শাইত্বানির-রা-জিম।অর্থঃ বিতাড়িত শয়তান থেকে আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। [মুসলিমঃ ২২০৩]৩. আল্লাহ ও তাঁর রাসূলের প্রতি আপনার বিশ্বাসের প্রমাণস্বরূপ বলে উঠুনঃآمَنْتُ بِاللَّهِ وَرُسُلِهِউচ্চারণঃ আমানতু বিল্লা-হি ওয়া রাসুলিহিঅর্থঃ: আমি আল্লাহ এবং তাঁর রসূলের প্রতি ঈমান আনলাম। [মুসলিমঃ ১৩৪]هُوَ الْأوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌউচ্চারণঃ হুওয়াল-আওওয়ালু ওয়াল-আখিরু ওয়ায-যাহিরু ওয়াল-বাতিনু, ওয়া হুয়া বিকুল্লি শাই-ইন 'আলিম।অর্থঃ: তিনিই প্রথম ও শেষ; প্রকাশ্য (উপরে) ও গোপন (নিকটে) আর তিনি সবকিছু সম্পর্কে সম্যক অবগত। [আবু দাউদঃ ৫১১০]৪. আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, আস্তাগাফিরুল্লাহ বা এরকম কিছু বলে:أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ الَّذِي لَا إِلَهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ وَأَتُوبُ إِلَيهِউচ্চারণঃ আসতাগফিরুল্লা-হাল 'আযীমাল্‌ লাযী লা- ইলা-হা ইল্লা-হুআল ‘হাইউল ক্বাইউমু ওয়া আতূবু ইলাইহিঅর্থঃ মহান আল্লাহ তাআলার নিকট আমি ক্ষমা চাই যিনি ছাড়া কোন মাবূদ নেই, যিনি চিরজীবি, চিরস্থায়ী এবং আমি তাঁর কাছে তাওবাহ করি। [আবু দাউদ: ১৫১৭, আত-তিরমিযী: ৩৫৭৭]اَللَّهُمَّ أَنْتَ رَبِّي لَا إِلَهَ إِلَّا أَنْتَ خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ وَأَبُوءُ (لَكَ) بِذَنْبِي فَاغْفِرْ لِي فَإِنَّهُ لَا يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَউচ্চারণঃ আল্লা-হুম্মা, আনতা রাব্বী, লা- ইলা-হা ইল্লা- আনতা, খালাক্বতানী, ওয়াআনা ‘আবদুকা, ওয়াআনা ‘আলা- ‘আহদিকা ওয়াওয়া‘অ্‌দিকা মাস তাত্বা‘অ্‌তু। আ‘ঊযু বিকা মিন শাররি মা- সনা’তু, আবূউ লাকা বিনি‘মাতিকা ‘আলাইয়্যা, ওয়াআবূউ (লাকা) বিযামবি। ফাগ্‌ফিরলী, ফাইন্নাহু লা- ইয়াগফিরুয যুনূবা ইল্লা- আনতা।অর্থঃ হে আল্লাহ্‌, আপনি আমার প্রভু, আপনি ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই। আপনি আমাকে সৃষ্টি করেছেন এবং আমি আপনার বান্দা। আমি আপনার অঙ্গিকার ও প্রতিজ্ঞার উপরে রয়েছি যতটুকু পেরেছি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি আমি যে কাজ করেছি তার অকল্যাণ থেকে। আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তা-সহ এবং আমি আপনার কাছে প্রত্যাবর্তন করছি আমার পাপ-সহ। অতএব, আপনি আমাকে ক্ষমা করে দিন, কারণ আপনি ছাড়া কেউ পাপ ক্ষমা করতে পারে না। [বুখারী, মুসলিম প্রমুখ]এই যিকরটি হচ্ছে আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার জন্য সর্বোত্তম যিকর। যে ব্যাক্তি দিনের (সকাল) বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ ইস্তিগফার পড়বে আর সন্ধ্যা হওয়ার আগেই সে মারা যাবে, সে জান্নাতী হবে। আর যে ব্যাক্তি রাতের (প্রথম) বেলায় দৃঢ় বিশ্বাসের সাথে এ দু’আ পড়ে নেবে আর সে ভোর হওয়ার আগেই মারা যাবে সে জান্নাতী হবে।

সেটিংস

বর্তমান ভাষা