পরিচ্ছেদ: চিন্তাভাবনাগুলো শয়তান থেকে আসে
১৬৮
কুমন্ত্রণার চিন্তাভাবনাগুলোর উৎস শয়তান - সর্বপ্রথম এই কথাটি অনুধাবন করুন। একথা ভাবেন না যে আপনিই এর জন্য দায়ী। এর প্রমাণ হ'ল নবী (ﷺ) বক্তব্য:"আমার উম্মতের মনে যা উদয় হয় বা খটকা লাগে এবং তাদের মন যে কথা বলে আল্লাহ্ তা’আলা তা ক্ষমা করে দেবেন, যতক্ষন না সে তা করে অথবা তা বলে।" [সুনান নাসাঈঃ ৩৪৩৪]