পরিচ্ছেদ: রুকইয়াহ করার পর রোগীর যদি শরীরের কম্পন না হয়
১০
জ্বিন স্পর্শ করার কিছু লক্ষণ রয়েছে। এসব লক্ষণ হল: ১. হাত ও পায়ে অসাড়তা ২. দাঁতে দাঁত লেগে যাওয়া বা কম্পন হওয়া ৩. ডান বাহু অথবা পায়ে অসাড়তা ৪. ঘন ঘন চোখের পাতা পড়া বা পিট পিট করা ৫. তন্দ্রালু ভাব, বিতৃষ্ণা বোধ ও বমিরোগীর ওপর কুরআন তিলাওয়াতকালে উপরোক্ত কোনো একটি লক্ষণ যদি দেখা যায় তাহলে বুঝতে হবে তার ওপর জ্বিনের স্পর্শ রয়েছে। সেক্ষেত্রে পূর্বে নির্দেশিত কর্মসূচি অনুসরণ করতে হবে।